—প্রতীকী ছবি।
শিব, রাম অথবা কৃষ্ণ— কোনও হিন্দু দেবতার পুজো করতে পারবেন না পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের এই নির্দেশ দেওয়ার অভিযোগে স্কুলের প্রধানশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ছত্তীসগঢ়ের বিলাসপুর জেলার ভরারি গ্রামে ঘটেছে। অভিযুক্তের নাম রাতালাল সরোবর। রবিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর মোহতারাই গ্রামে লোকজন নিয়ে জড়ো হয়েছিলেন রাতালাল। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্কুলের সমস্ত পড়ুয়াও। সেই জমায়েতে হিন্দু দেবতাদের পুজো না করে ছাত্রছাত্রীদের বৌদ্ধ ধর্ম গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন রাতালাল।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রধানশিক্ষককে এমন নির্দেশ দেওয়ার অভিযোগে রবিবার গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, পদ থেকে সাসপেন্ডও করা হয়েছে রাতালালকে।