Flood Situation In Kerala

ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি কেরলে, তিরুঅনন্তপুরমে সোমবার বন্ধ থাকছে স্কুল-কলেজ

বৃষ্টিতে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেরলের দক্ষিণ দিকের জেলা তিরুঅনন্তপুরম। সোমবার তিরুঅনন্তপুরম শহরে স্কুল-কলেজ এবং অন্যান্য সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১২:০৮
Share:

টানা বৃষ্টিতে জলমগ্ন কেরলের একাংশ। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিতে কেরলের একাংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হল। শনিবার রাত থেকে শুরু হয় ভারী বৃষ্টি। সোমবারেও সেখানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সোমবার রাজধানী তিরুইঅনন্তপুরমে স্কুল-কলেজ এবং অন্যান্য সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Advertisement

বৃষ্টিতে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেরলের দক্ষিণ দিকের জেলা তিরুঅনন্তপুরমই। স্থানীয় সংবাদপত্রগুলির প্রতিবেদন অনুসারে, রবিবার সকাল থেকেই জেলার নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করে। বেশ কিছু বাড়িতেও জল ঢুকে যায়। বৃষ্টি না থামায় এই জল-দুর্দশা থেকে এখনও রেহাই পাননি তিরুঅনন্তপুরমবাসী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিয়োতে দেখা যাচ্ছে, জেলার বহু বাড়ির এক তলায় জল ঢুকে গিয়েছে। হাঁটুসমান জল পেরিয়েই কাজে বেরোতে হচ্ছে মানুষজনকে। যদিও এই ছবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

এর মধ্যে কেন্দ্রীয় জল কমিশন কেরল সরকারকে সতর্ক করে জানিয়েছে, রাজ্যের দক্ষিণাংশে অধিকাংশ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এই পরিস্থিতিতে আবহাওয়ার উন্নতি না হলে বন্যা পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement