Delhi IAS Coaching Centre

কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যু মামলা শুনানি সোমে, সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে তিন রাজ্য

গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ওই ধরনের ঘটনার ঠেকাতে কী কী পদক্ষেপ করা উচিত তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ২১:১১
Share:

এই কোচিং সেন্টারেই মৃত্যু হয়েছিল তিন পড়ুয়ার। —ফাইল চিত্র।

দিল্লির কোচিং সেন্টারে তিন আইএএস পড়ুয়ার মৃত্যু নিয়ে মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে ওই মামলার শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ বিচারপতি বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ ওই মামলাটি শুনবে। এর আগে আদালত কেন্দ্রীয় সরকারকে তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছিল। সোমবার কেন্দ্রীয় সরকার কী অবস্থান জানায় সুপ্রিম কোর্টে তা দেখার। অন্য দিকে, এই মামলায় তিন রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। তাদেরও রিপোর্ট জমা দেওয়ার কথা।

Advertisement

গত জুলাই মাসে দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যু হয়। তাঁরা প্রত্যেকেই আমলা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জুলাইতে প্রবল বৃষ্টিতে তাঁদের দিল্লির রাজেন্দ্রনগর কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে যায়। ওই সময় সেখানে ৩০ জন পড়ুয়া ছিলেন। পড়ুয়ারা দ্রুত বাইরে বেরিয়ে এলেও অনেকেই সেখানে আটকে পড়েন। পরে জানা যায় তিন ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। ঘটনার ভয়াবহতা দেখে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, যেখানে সেখানে বেসমেন্টে কোচিং সেন্টার পড়ুয়াদের মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ওই ধরনের ঘটনা ঠেকাতে কী কী পদক্ষেপ করা উচিত তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। ওই কমিটির কাছে প্রাথমিক রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো সোমবার তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা শীর্ষ আদালতে। এ ছাড়া হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল বার বার ওই ধরনের ঘটনা আটকাতে নীতিতে কী পরিবর্তন করা হয়েছে তা জানাতে হবে। সোমবারের শুনানিতে ওই বিষয়ে তিন রাজ্য সরকার বক্তব্য জমা দেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement