র’-এর মাথায় এলেন পাক বিশেষজ্ঞ গয়াল, আইবি প্রধান হলেন অরবিন্দ

দেশের প্রধান দুই গোয়েন্দা সংস্থা, আইবি-র রাজীব জৈন এবং র’-এর প্রধান অনিল ধাসমনার চাকরির মেয়াদ জুনে শেষ হওয়ার কথা। নতুন নিয়োগের জন্য আজ বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ০৩:০৫
Share:

সমন্ত গয়াল ও অরবিন্দ কুমার

প্রথমে উরির জবাব। পরে পুলওয়ামার জবাব বালাকোটে। পাকিস্তানে ঢুকে নিখুঁত অভিযান চালিয়ে নির্বিঘ্নে ফিরে আসার পরিকল্পনার দায়িত্ব থাকা সমন্ত গয়ালকে গোয়েন্দা সংস্থা র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর প্রধান করার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। আইবি-র প্রধান করা হল অরবিন্দ কুমারকে।

Advertisement

দেশের প্রধান দুই গোয়েন্দা সংস্থা, আইবি-র রাজীব জৈন এবং র’-এর প্রধান অনিল ধাসমনার চাকরির মেয়াদ জুনে শেষ হওয়ার কথা। নতুন নিয়োগের জন্য আজ বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। ১৯৮৪-র দুই আইপিএস অফিসার, সমন্ত গয়াল ও অরবিন্দ কুমারের নামে সবুজ সঙ্কেত দিয়েছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, সমন্ত পাকিস্তান বিশেষজ্ঞ। নকশাল দমন ছাড়াও দীর্ঘ সময় কাশ্মীরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অরবিন্দের।

তবে সমন্তের নিয়োগ ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। সিবিআইয়ের প্রাক্তন দুই কর্তা অলোক বর্মা ও রাকেশ আস্থানার মধ্যে টানাপড়েনের সময়ে অভিযোগ ওঠে সমন্তকে নিয়েও। সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার অজয়কুমার বসসি সুপ্রিম কোর্টে অভিযোগ আনেন, আস্থানার সঙ্গেই দুর্নীতিতে জড়িত র’-এর উচ্চপদস্থ অফিসার সমন্ত গয়াল। সে সময়ে র’-এর স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি। তবে সিবিআই বা কেন্দ্র সেই অভিযোগ মানেনি। সরকারি সূত্র জানাচ্ছে, অফিসার হিসেবে দক্ষ সমন্ত দীর্ঘ সময় বিদেশে কাজ করেছেন। পাকিস্তান ‘ডেস্ক’-সহ উপমহাসাগরীয় দেশগুলিতেও কাজের অভিজ্ঞতা থাকায় তাঁকেই র’ প্রধান হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়। অন্য দিকে, অসম-মেঘালয় ক্যাডারের অফিসার অরবিন্দ কুমারের নকশাল দমনে অভিজ্ঞতা রয়েছে। তিনি কাশ্মীরে গোয়েন্দা বিভাগের বিশেষ অধিকর্তার কাজ করেছেন। তাই তাঁকে আইবি প্রধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement