Salman Khan

‘বাঁচতে চাইলে ক্ষমা চান, না হলে ৫ কোটি টাকা দিন’! এক সপ্তাহে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন সলমন খান

গত ৩০ অক্টোবর সলমনকে খুনের হুমকি এসেছিল মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে। সেই সময়ে দু’কোটি টাকাও দাবি করা হয়। সোমবার রাতে লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলের নাম করে আবার হুমকি ফোন আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১০:০৮
Share:

সলমন খান। ফাইল চিত্র।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন অভিনেতা সলমন খান। সোমবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে এই হুমকি বার্তা এসেছে বলে সূত্রের খবর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয়, সেখানে দাবি করা হয়েছে, ‘‘লরেন্স বিশ্নোইয়ের ভাই বলছি। সলমন খান যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনওটাই যদি না করেন, তবে সলমনকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।’’

এই বার্তা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, আদৌ বার্তা প্রেরক কি আনমোল বিশ্নোই, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর ট্র্যাফিক পুলিশের কাছে সলমনকে খুন করার হুমকিবার্তা এসেছিল। সেই সময়ে দু’কোটি টাকা দাবি করা হয়েছিল।

Advertisement

গত ১৮ অক্টোবর মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াট্‌সঅ্যাপ নম্বরে লরেন্স বিশ্নোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সলমন খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তাঁর। এর পরেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ওই উড়ো মেসেজের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বিশ্নোইয়ের নাম করে তিনিই সলমনকে হুমকি দিয়েছিলেন!

গত এক মাসের মধ্যে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন ‘ভাইজান’। বান্দ্রায় তাঁর বাসভবনের সামনে গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিশ্নোই গ্যাং জড়িত বলে দাবি করেছে পুলিশ। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। তার পর পরই গত ১৯ অক্টোবর এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে দুষ্কৃতীরা খুন করে। ঘটনাচক্রে, বাবা সিদ্দিকির সঙ্গে সলমনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অনেকেই জানেন। সেই ঘটনার পর উপর ‘চাপ’ বেড়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। যদিও মুম্বই পুলিশ বাবা সিদ্দিকির খুনের পর থেকেই ‘ভাইজান’-এর নিরাপত্তা আরও বাড়িয়েছে। কিন্তু তাঁকে খুনের লাগাতার হুমকি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement