Germany

Russia-Ukraine War: ভারত শান্তির পক্ষে, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে ইউক্রেনে রুশ হামলার নিন্দা মোদীর

মোদী বলেন, "আমরা যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছি। ইউক্রেনে সঙ্কট শুরু হওয়ার পর থেকেই বিরোধের সমাধানের জন্য আলোচনার উপর গুরুত্ব দিয়েছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

বার্লিন শেষ আপডেট: ০২ মে ২০২২ ২২:২২
Share:

সাংবাদিক বৈঠকে মোদী এবং ওলাফ। ছবি: টুইটার থেকে নেওয়া।

রাশিয়া কিংবা ইউক্রেন, কারও পক্ষেই নয় ভারত। সোমবার জার্মান সফরে গিয়ে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘আমরা শান্তির পক্ষে। যুদ্ধের ইতি টানার পক্ষে। কারণ, ইউক্রেনের যুদ্ধে কেউই জয়ী হবে না।’’ পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারত ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা করছে।

সোমবার সন্ধ্যায় বার্লিনে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর যৌথ সাংবাদিক বৈঠকে মোদী বলেন, ‘‘আমরা যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছি এবং ইউক্রেনে সঙ্কট শুরু হওয়ার পর থেকেই বিরোধের সমাধানের একমাত্র পথ হিসেবে আলোচনার উপর গুরুত্ব দিয়েছি। কারণ আমরা মনে করি যুদ্ধে সব পক্ষেরই হার হয়।’’

Advertisement

প্রসঙ্গত, এই প্রথম ভারতের তরফে আন্তর্জাতিক মঞ্চে ইউক্রেনে হানাদারির জন্য রাশিয়ার সমালোচনা করা হল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এত দিন পর্যন্ত সরাসরি কোনও পক্ষ নেয়নি নয়াদিল্লি। বুচায় রুশ সেনার গণহত্যার নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি। আবার রুশ হামলার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে আমেরিকা তথা পশ্চিমী বিশ্বের আনা নিন্দা প্রস্তাবের উপর ভোটাভুটি থেকে বিরত থেকেছেন।

তা ছাড়া যুদ্ধের আবহে রুশ বিদেশমন্ত্রী ভারত সফরে এসে তেল বিক্রি নিয়েও আলোচনা করেছেন। এ ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির জারি করা আর্থিক নিষেধাজ্ঞায় সায় দেয়নি ভারত। মোদীর সরকারের এই ‘ভারসাম্যের কূটনীতি’ নিয়ে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার কয়েকটি দেশ সমালোচনাও করেছে।

Advertisement

মোদী জানান, ইউক্রেন যুদ্ধের অভিঘাতে বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট বাড়ছে। যার পরিণতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে খাদ্যের দাম। তিনি বলেন, ‘‘এই যুদ্ধ বিশ্বের প্রতিটি পরিবারের উপর একটি বোঝা চাপিয়ে দিচ্ছে।’’ জার্মান চ্যান্সেলর ওলাফ বলেন, ‘‘আন্তর্জাতিক সীমান্তের অলঙ্ঘনতা এবং জাতির সার্বভৌমত্ব যাতে প্রশ্নের মুখে না পড়ে সে বিষয়ে নরেন্দ্র মোদী এবং আমি ঐকমত্য হয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement