ফাইল ছবি।
টাকার দামে পতন অব্যাহত। বৃহস্পতিবার তার পতন সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল। বাজার বন্ধ হওয়ার সময় ডলারপিছু টাকার দাম কমে হয় ৭৭ টাকা ৭৩ পয়সা। বুধবার এক ডলারে টাকার দাম ছিল ৭৭টাকা ৬১ পয়সা। পতন হয় শেয়ার সূচকেরও। ব্যাপক পতনে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের ছ’লক্ষ ৭১ হাজার কোটি টাকা কার্যত মুছে গিয়েছে।
সেনসেক্স বৃহস্পতিবার ১৪১৬.৩০ পয়েন্ট পড়ে যায়। বাজার বন্ধের সময় সূচক ছিল ৫২৭৯২-এ। নিফটি নেমে যায় ১৬ হাজারের ঘরে।
প্রসঙ্গত, ভারতীয় টাকা সস্তা হওয়ার শুরুটা হয়েছিল মার্চ থেকে। তা ১৯ মে পৌঁছল সর্বকালীন তলানিতে। কিন্তু টাকার দামের পতনের কারণ কী? ওয়াকিবহাল মহল মনে করছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। তার প্রভাব সরাসরি এসে পড়ছে ভারতীয় টাকার উপর। আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোয় বিনিয়োগ কমেছে। এর সম্মিলিত প্রভাবেই টাকার দামের অবমূল্যায়ন বলে মনে করা হচ্ছে।