সোলান উপত্যকায় প্যারাগ্লাইডিং। ছবি: পিটিআই।
হিমাচল প্রদেশের দুই জেলা কাংড়া এবং কুলুতে কয়েক ঘণ্টার ব্যবধানে প্যারাগ্লিইডিং দুর্ঘটনায় মৃত্যু হল দুই পর্যটকের। আহত আরও দুই। পুলিশ জানিয়েছে, মৃত দুই পর্যটকের এক জন গুজরাতের বাসিন্দা। অন্য জন তামিলনাড়ুর।
অহমদাবাদ থেকে হিমাচলে ঘুরতে গিয়েছিলেন ভবসর খুশি নামে এক পর্যটক। ধর্মশালার কাছে ইন্দ্রুনাগে তিনি প্যারাগ্লাইডিং করছিলেন। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বেসামাল হয়ে যায় প্যারাশুট। পাইলট সামলানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। প্যারাশুট ঘুরপাক খেতে খেতে নীচে নেমে আসে। দু’জনেই আছড়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভবসরের। সঙ্কটজনক অবস্থায় তান্ডা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন পাইলট।
এই দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কুলুতে আরও একটি প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু হয় তামিলনাড়ুর বাসিন্দা জয়েশ রামের। পাইলট অশ্বিনী কুমার সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, কুলুর গার্সা পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং করছিলেন জয়েশ। সেই সময় অন্য এক প্যারাগ্লাইডারের সঙ্গে আকাশেই সংঘর্ষ হয়। এ ক্ষেত্রেও পাইলট ওই দুর্ঘটনার পর প্যারাশুটটিকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু হাওয়ার গতিবেগ বেশি থাকার জন্য সামাল দিতে পারেননি। ১০০ ফুট উঁচু থেকে নীচে আছড়ে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় জয়েশের।
এই প্রথম নয়, এ মাসের শুরুতেই মানালিতে প্যারাগ্লাইডিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যু এক পর্যটকের। বার বার প্যারাগ্লাইডিং দুর্ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, অনেকেই ঠিক মতো প্রশিক্ষণ ছাড়াই এই ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’ চালাচ্ছেন।