Delhi Rain

ভারী বৃষ্টিতে জলে ডুবল দিল্লির মন্ত্রীর বাড়ির সামনের রাস্তা, কেজরী সরকারকে কটাক্ষ বিজেপির

দিল্লিতে বিভিন্ন এলাকা জলমগ্ন। দুর্যোগের জেরে রবিবার সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে অরবিন্দ কেজরীওয়ালের সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ২১:৪০
Share:

রবিবার নয়াদিল্লিতে দিল্লির মন্ত্রী আতিশীর বাড়ির সামনের রাস্তা জলমগ্ন। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিতে ভাসছে রাজধানী। দিল্লির বিভিন্ন রাস্তায় জল জমেছে। জলমগ্ন দিল্লির পূর্ত এবং শিক্ষামন্ত্রী আতিশীর বাড়ির সামনের রাস্তাও। মন্ত্রীর বাড়ির মূল ফটকের সামনে জলে ডুবেছে রাস্তা।

Advertisement

রবিবার দিল্লিতে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন আতিশী। জলমগ্ন রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। বৃষ্টিতে দিল্লিতে জল জমা নিয়ে আম আদমি পার্টির (আপ) সরকারকে কটাক্ষ করেছে বিজেপি।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মিমি। ১৯৮২ সালের পর জুলাই মাসে কোনও এক দিনে এই প্রথম এত পরিমাণে বৃষ্টি হল দিল্লিতে। ১৯৮২ সালের ২৫ জুলাই এক দিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ১৬৯.৯ মিমি। ১৯৫৮ সালে ২১ জুলাই এক দিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ২৬৬.২ মিমি। আগামী দু’তিন দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সোমবার সমস্ত স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।

Advertisement

জল জমার সমস্যা নিয়ে কেজরী সরকারকে আক্রমণ করেছেন দিল্লিতে বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব। টুইটারে তিনি লিখেছেন, ‘‘কেজরীওয়াল সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত যে, সম্প্রতি সংস্কার করা মথুরা রোডে পূর্তমন্ত্রী আতিশীর বাংলোতেও জল জমেছে।’’ দিল্লিতে বিভিন্ন এলাকা জলমগ্ন। দুর্যোগের জেরে রবিবার সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে কেজরীওয়ালের সরকার। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন কেজরীওয়াল। পাশাপাশি একই নির্দেশ দিয়েছেন দিল্লির মেয়র শেলি ওবেরয়কেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement