কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান
রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে ফেরত নেওয়ার দাবিতে প্রস্তাবের উপরে আপাতত আলোচনা হবে না কেরল বিধানসভায়। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে কেরল বিধানসভায় পাশ হওয়া প্রস্তাবের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যপাল আরিফ। তার জেরেই বিধানসভা অবমাননার দায়ে রাজ্যপালকে ফেরত নেওয়ার দাবি তুলে প্রস্তাব আনতে চেয়েছিলেন বিরোধী দলনেতা, কংগ্রেসের রমেশ চেন্নিথালা। কিন্তু বাজেট অধিবেশনের শুরুতে তিনি সহমত নন বলে উল্লেখ করেও সিএএ নিয়ে রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তব্যই বিধানসভায় পাঠ করেছিলেন রাজ্যপাল। তাই বিধানসভার কার্য উপদেষ্টা (বিএ) কমিটিতে শুক্রবার ঠিক হয়েছে, রাজ্যপালকে ফেরানোর দাবি নিয়ে এখন আলোচনা হবে না।