Bizarre

‘শাস্তি’ দিতে বাসের ছাদে উঠিয়ে চালকদের ওঠবোস করালেন ক্ষুব্ধ বাসিন্দারা

দীর্ঘদিন এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা সোমবার ‘শাস্তি’ দিলেন বেপরোয়া সেই বাসচালকদের। ইনদওরের সেই ঘটনার ভিডিয়ো ভাইরালও হয়েছে ওই এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

ইনদওর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৫:৩২
Share:

বাসের ছাদে চালকদের ওঠবোস করাচ্ছে জনতা। অলঙ্করণে- তিয়াসা দাস।

শহরের অপ্রশস্ত রাস্তা। সেখানে থাকে পথচারীদের ভিড়। কিন্তু তার মধ্যে দিয়েই বেপরোয়া ভাবে বাস চালান চালকরা। যার জেরে প্রায়শই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘদিন এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা সোমবার ‘শাস্তি’ দিলেন বেপরোয়া সেই বাসচালকদের। ইনদওরের সেই ঘটনার ভিডিয়ো ভাইরালও হয়েছে ওই এলাকায়।

Advertisement

গত সোমবার বিকালে এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওর জেলার রাউ শহরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া পাঁচ বাসচালককে বাসের ছাদে উঠতে বাধ্য করেন ক্ষুব্ধ বাসিন্দারা। তার পর কান ধরে ওঠবোস করানো হয় তাঁদের।

এই ঘটনা নিয়ে রাউ শহরের পুরসভার প্রেসিডেন্ট শিবনারায়ণ দিঙ্গু এক সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘ইনদরও থেকে রাউ, মানপুর, পিথামপুর রুটে বাস বেপরোয়া ভাবে চলে। পথযাত্রীদের কথা না ভেবেই চালান তাঁরা। বেশি যাত্রী তোলার জন্য স্টপেজ ছাড়াও দাঁড়িয়ে পড়ে রাস্তার মধ্যে।’’ বেপরোয়াভাবে বাস চলাচলের জন্য অনেকে পথদুর্ঘটনায় মারা গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

রাউ থানার স্টেশন ইন চার্জ বলেছেন, ‘‘জোরে বাস চালানো নিয়ে চালকদের অনেকবার সতর্ক করা হয়েছে। অবস্থা না পাল্টালে আমরা ব্যবস্থা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement