রাহুল গাঁধী
রাষ্ট্রপতির বক্তৃতার সময় প্রায় সর্বক্ষণই মোবাইলে ব্যস্ত রইলেন রাহুল গাঁধী। ছবিও তুললেন। তা নিয়ে বিজেপির দিক থেকে বিস্তর কটাক্ষ উড়ে এল পরে।
অনুষ্ঠান শেষে এক দল সাংবাদিক রাহুলকে জিজ্ঞাসা করলেন, ‘‘আপনি কি দেখেছেন, অশোক গহলৌত কংগ্রেসের সভাপতি হতে পারেন বলে খবর বেরিয়েছে?’’ রাহুলের জবাব, ‘‘আমি জানি না। আর আমি এ সবের মধ্যে নাক গলাতেও চাই না। দলের সভাপতি কে হবেন, সেটি দলই ঠিক করবে।’’ আপনি সভাপতি থাকবেন না? স্পষ্ট জবাব, ‘‘না।’’ গত কাল জন্মদিনেও রাহুলকে সভাপতি থাকার জন্য অনুরোধ করেছিলেন অনেকে। তার পরে আজ এহেন মন্তব্যে কংগ্রেস নেতারা উদ্বিগ্ন। তবে এ দিনই রাহুলের সঙ্গে দেখা করে ছত্তীসগঢ়ের কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, ‘‘সকলেই চান রাহুল সভাপতি থাকুন। তাঁর নেতৃত্ব নিয়ে দলের কোনও কর্মীর মনেই সংশয় নেই।’’
বিজেপির রাজীবপ্রতাপ রুডি বলেন, ‘‘রাহুল যে রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েছেন, তা স্পষ্ট। আজ রাষ্ট্রপতির পদকেও সম্মান দেখালেন না তিনি।’’ রাহুলের পিছনে বসে থাকা এক নেতা বললেন, ‘‘চক্রবর্তী রাজাগোপালাচারীর ছবি চিনতে পারেননি রাহুল। জিজ্ঞাসা করছিলেন, কার ছবি?’’ কংগ্রেসের আনন্দ শর্মার অবশ্য দাবি, ‘‘রাষ্ট্রপতির বলা কঠিন হিন্দি শব্দ বুঝতে পারেননি কংগ্রেস সভাপতি। তাই মোবাইলে গুগ্ল করে মানে খুঁজছিলেন।’’