সিটির ড্রয়ের পরে হতাশ আর্লিং হালান্ড। ছবি: রয়টার্স।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দিব্যি এগোচ্ছিল লিভারপুল। জিতছিল একের পর এক ম্যাচ। সেই জয়রথ হঠাৎই ধাক্কা খেয়েছে। আগের ম্যাচে ড্র করার পর এ বার তারা আটকে গেল নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। দিয়োগো জোটার গোলে হার বাঁচাল আর্নে স্লটের ক্লাব। অন্য দিকে, ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েও শেষ বেলায় এসে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি।
চলতি মরসুমে লিভারপুল মাত্র একটি ম্যাচ হেরেছে। সেটি ঘরের মাঠে এই ফরেস্টের বিরুদ্ধেই। ফিরতি পর্বেও হারতে পারত তারা। ক্রিস উডের গোলে এগিয়ে গিয়েছিল ফরেস্ট। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ দেন জোটা।
দীর্ঘ দিন পরে ফরেস্ট এত ভাল খেলছে। এখন তারা ইপিএলে দ্বিতীয় স্থানে। তবে অতীতে দু’টি ইউরোপিয়ান কাপ (অধুনা চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছে তারা। সম্প্রতি ব্রায়ান ক্লাফের কোচিংয়ের ৫০তম বর্ষ পালন করেছে তারা। এই ক্লাফের আমলেই তারা দ্বিতীয় সারির ক্লাব থেকে ১৯৭৮ সালে ইপিএল জিতেছিল এবং তার পর দু’বছর পর পর দু’বার ইউরোপিয়ান কাপ জিতেছিল।
এ দিকে, ইপিএলে টানা ছ’টি হারের পর লেস্টার সিটি এবং ওয়েস্ট হ্যামকে হারিয়ে ছন্দ ফিরে পেয়েছিল ম্যান সিটি। মঙ্গলবার রাতে আবার পুরনো ফর্মে ফিরল। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেনের জোড়া গোলে ২-০ এগিয়ে গিয়েছিল সিটি। ম্যাচের তখন ১২ মিনিট বাকি। তবে ৮২ মিনিটে ইউনে উইসা এবং সংযুক্তি সময়ে ক্রিশ্চিয়ান নরগার্ডের গোলে নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া হয় সিটির।