দুবাইয়ে রাজ-শুভশ্রী, দেবও ‘খাদান’ নিয়ে যাচ্ছেন সেখানেই। ছবি: সংগৃহীত।
দুবাই বুঝি এখন বাঙালির মক্কা-মদিনা? বিনোদন দুনিয়ার দুই জোড়া তারকা দম্পতি ইতিমধ্যেই ছুটি কাটাতে সেখানে। শুধু তা-ই নয়, দিন কয়েকের মধ্যে দলবল নিয়ে পৌঁছে যাবেন এক সাংসদ-প্রযোজক-অভিনেতা। তাঁর সদ্য মুক্তি-পাওয়া ব্লকবাস্টার ছবি নিয়ে।
হেঁয়ালি মনে হচ্ছে? তা হলে খোলসা করে বলা যাক। গত বড়দিনে একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে অন্যতম ‘সন্তান’। পরিচালনায় রাজ চক্রবর্তী। গত ডিসেম্বরের শেষে ছবির সাফল্য উদ্যাপনে পুরো দল নিয়ে তিনি উড়ে গিয়েছিলেন ফুকেতে। খবর, এ বার নায়িকা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে রাজ দুবাই রওনা হলেন। বুধবার বিমানবন্দর এবং বিমান থেকে রাজ-শুভশ্রী নিজস্বী তুলে ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।
ওই একই দিনে মুক্তি পেয়েছিল দেবের ‘খাদান’। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। জাতীয় স্তরেও মুক্তি পেয়েছে। খবর, মুম্বই-সহ দক্ষিণের একাধিক শহরে ভাল বাণিজ্য করেছে ছবিটি। ছবিমুক্তির পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। দেবের কিন্তু ক্লান্তি নেই। টিমের সকলকে নিয়ে চষে ফেলছেন গোটা বাংলা। তাঁর উপস্থিতিতে নতুন করে ‘দেব জ্বরে’ কাঁপছে আট থেকে আশি। সেই উন্মাদনা ধরে রেখে দেবের পরবর্তী লক্ষ্য দুবাই। সব ঠিক থাকলে ২৫ জানুয়ারি আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে ‘খাদান’। এর আগে, বাংলাদেশের শাকিব খানের ছবি দুবাইয়ে মুক্তি পেয়েছে।
খবর ছড়াতেই দেবের অনুরাগীদের উল্লাস রোখে কে? ছবি নিয়ে সমালোচক মহলে যতই মতান্তর থাকুক, দেবের আন্তর্জাতিক স্তরে টলিউডকে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টাকে খাটো করে দেখতে রাজি নন তাঁরাও। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি দেবের তরফে। পাশাপাশি, এই মুহূর্তে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন যশ দাশগুপ্ত-নুসরত জাহানও। সদ্য জন্মদিন পেরিয়েছেন অভিনেত্রী। সেই সময় কাজে ব্যস্ত থাকায় সে ভাবে উদ্যাপন হয়নি। কাজ মিটতেই তাই কর্তা-গিন্নিতে বেরিয়ে পড়েছেন ঝোলা কাঁধে। বিদেশের মাটিতে উল্লাসের আভাস ইতিমধ্যেই নুসরতের সমাজমাধ্যমে। কফির কাপে চুমুক থেকে ইতিউতি ঘোরা— নানা টুকরো ছবি ছড়িয়ে দিয়েছেন সমাজমাধ্যমে।
এখন দুবাইয়ে ‘খাদান’-এর প্রিমিয়ারে যদি এঁরা সকলে উপস্থিত থাকেন, তা হলে ষোলকলা পূর্ণ। বাংলার দর্শকের অনুমান, চাঁদের হাট বসে যাবে। সত্যিই কি এমন কিছু ঘটতে চলেছে? টলিউড আপাতত ২৫ জানুয়ারির দিকে তাকিয়ে।