Congress

Rahul Gandhi: সামগ্রিক নেতৃত্বে জোর রাহুলের

হরিয়ানায় কুমারী সেলজাকে সরিয়ে অন্যতম বিক্ষুব্ধ নেতা ভূপেন্দ্র সিংহ হুডা বা তাঁর ছেলে দীপেন্দ্রকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। তাৎপর্যপূর্ণ হল, রাহুল আজ হরিয়ানার নেতাদের সঙ্গে একত্রে বৈঠকের পরে বেশ কয়েকজনের সঙ্গে আলাদা ভাবেও বৈঠক করেছেন।   

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ০৭:০৩
Share:

ফাইল চিত্র।

গোষ্ঠীদ্বন্দ্বের ফলে পঞ্জাবের হার থেকে শিক্ষা নিয়ে আজ রাহুল গান্ধী হরিয়ানার কংগ্রেস নেতাদের ‘সামগ্রিক নেতৃত্ব’-র অধীনে লড়াইয়ের পরামর্শ দিলেন। দু’বছর পরে হরিয়ানার বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের নেতাদের সামগ্রিক ভাবে দায়িত্ব নিতেও বলেছেন তিনি। পাঁচ রাজ্যের ভোটে হারের পরে সক্রিয় হয়ে চলতি সপ্তাহে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী হিমাচল প্রদেশ ও রাহুল গান্ধী গুজরাতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তার পরে আজ রাহুল যখন তাঁর বাসভবনে হরিয়ানার নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন সনিয়া সেখানে পৌঁছে যান। কংগ্রেস সভানেত্রী শনিবার এআইসিসি-র সাধারণ সম্পাদক ও রাজ্যের ভারপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

Advertisement

হরিয়ানায় কুমারী সেলজাকে সরিয়ে অন্যতম বিক্ষুব্ধ নেতা ভূপেন্দ্র সিংহ হুডা বা তাঁর ছেলে দীপেন্দ্রকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। তাৎপর্যপূর্ণ হল, রাহুল আজ হরিয়ানার নেতাদের সঙ্গে একত্রে বৈঠকের পরে বেশ কয়েকজনের সঙ্গে আলাদা ভাবেও বৈঠক করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement