এ ভাবেই ঝুঁকি নিয়ে রিল বানানো হয়েছে। ছবি: সংগৃহীত।
পুরনো একটি বহুতল। সেটির খোলা ছাদে দেখা গেল দুই তরুণ এবং এক কিশোরীকে। প্রায় ১০০ ফুট নীচে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একের পর এক গাড়ি ছুটে চলেছে। হঠাৎই দেখা গেল, খোলা ছাদের একেবারে ধারে উপুড় হয়ে শুয়ে রয়েছেন এক তরুণ। তার পরই দেখা গেল এক কিশোরী সেই খোলা ছাদের ধারে এল। তার পর কার্নিশ ধরে ঝুলে পড়ল। উপুড় হয়ে শুয়ে থাকা তরুণ কিশোরীর ডান হাত ধরলেন। কার্নিশ ছেড়ে দিয়ে ওই তরুণের হাত ধরে শূন্যে ঝুলে পড়ল।
তাঁদেরই এক সঙ্গী এই গোটা কাণ্ডের ভিডিয়ো রিল বানাচ্ছিলেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই এই ধরনের কেরামতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি পুণের। ভিডিয়োটি দেখে অনেকেই শিউরে উঠেছেন। একচুল এ দিক-ও দিক হলেই সাক্ষাৎ মৃত্যু! কিন্তু জীবনের ঝুঁকি আছে জেনেও কী ভাবে এই তরুণ প্রজন্ম রিল বানানোর নেশায় এই ধরনের কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ওই যুবক এবং কিশোরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে। পুণে পুলিশকে ভিডিয়োটি ট্যাগ করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।