হায়দরাবাদে বিক্ষোভ। ছবি: এপি।
নতুন নাগরিকত্ব আইন(সিএএ)-বিরোধী আন্দোলনে কোচির জনতা বলেছিল, ‘ভারতে জন্মেছি, ভারতেই মরব।’
আর আজ হায়দরাবাদে সিএএ বিরোধী জনসমুদ্র গর্জন করল, ‘নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ধন্যবাদ, তাঁরা হিন্দু-মুসলিমকে একজোট করে দিয়েছেন।’ জাতীয় পতাকা হাতে নিয়ে বারবার স্লোগান ওঠে, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, সিএএ বাই বাই।’ সাম্প্রতিক কালে এত বড় বিক্ষোভ সমাবেশ দেখেনি হায়দরাবাদ।
নতুন আইনের প্রতিবাদে আজ ১০ লক্ষ মানুষের সমাবেশ করার ডাক দিয়েছিলেন নাগরিকেরা। ছাত্র, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, কে ছিলেন না মিছিলে? সেই ‘ওয়ান মিলিয়ন মার্চে’ আজ জনসমুদ্র হয়ে যায় ইন্দিরা পার্কের কাছের এলাকা। ইন্দিরা পার্কমুখী প্রতিটি রাস্তা ছিল মিছিলে অবরুদ্ধ। এসেছিলেন ১৯৯৮ সালে এনডি এ আমলে অর্থমন্ত্রীর উপদেষ্টা মোহন গুরুস্বামী। বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক মিছিলের পুরোভাগে দেখা গিয়েছে সন্তান কোলে মায়েদের। পুলিশকে ফুল দিয়ে গাঁধীগিরি দেখিয়েছেন পড়ুয়ারা। স্লোগান তুলেছেন , ‘আজাদি, আজাদি, সিএএ সে আজাদি’। গাওয়া হয়েছে জাতীয় সঙ্গীত। মিছিলে উপস্থিত আইনজীবীরা ধৃত আন্দোলনকারীদের আইনি সাহায্য দেওয়ার কথা বলেছেন। চিকিৎসকদের হাতে ছিল প্ল্যাকার্ড, ‘সিএএ সাধারণ মানুষের বিরোধী। আমরা দেশকে এই সিএএ-মুক্ত করতে চিকিৎসা করতে পারি।’