ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে গিয়ে নাগরিকত্ব আইন সংশোধনী বিল পাশ করানোর কথা আবার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার প্রতিবাদে অসমে বৃহত্তর আন্দোলনের ডাক দিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র সংগঠন— আসু।
এর আগে রাজ্যের প্রায় ৭০টি সংগঠন একযোগে বিল-বিরোধী আন্দোলন করেছিল। শরিক অগপও বিজেপি নেতৃত্বাধীন জোট ছাড়ে। তাদের তিন মন্ত্রী পদত্যাগ করেন। লোকসভায় বিল পাশ হলেও রাজ্যসভায় বিল পাশ না হওয়ায় অগপ জোটে ফিরে আসে। আট
রাজ্য মিলিয়ে তৈরি ‘নেডা’ জোটের শরিক দলগুলিও বিরোধী অবস্থান নিয়েছিল। এখন আবার বিল পাশের উদ্যোগ শুরু হওয়ায় অসম, মণিপুর, মেঘালয়, মিজোরামে শুরু হয়েছে আন্দোলন।
কৃষক নেতা অখিল গগৈ বলেন, ‘‘লোকসভা ও রাজ্যসভায় বিজেপি জোটের সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই বিল পাশ ঠেকানো এবার অনেক কঠিন হবে। বিজেপি বিল পাশ করিয়ে প্রায় বিশ লক্ষ হিন্দুকে অসমের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করেছে। তা যে কোনও উপায়ে রুখতে হবে।’’
প্রসঙ্গত, বিজেপি’র ঘোষিত অবস্থান— অন্য দেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী এবং তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু অসমের এবং উত্তরপূর্বের দলগুলি সেই তত্ত্ব মানতে নারাজ।
বিলের বিরুদ্ধে ১১ অক্টোবর থেকে রাজ্য জুড়ে প্রচারে নামবে কৃষক মুক্তি। ‘নর্থ ইস্ট ফোরাম ফর ইন্ডিজেনাস পিপল’ এ দিন বিলের বিরুদ্ধে শিলং ও গুয়াহাটিতে প্রতিবাদ জানায়। মেঘালয়ে প্রতিবাদে শরিক হয় সামাজিক সংগঠনের যৌথ মঞ্চ। ইম্ফল-সহ মণিপুরের বিভিন্ন স্থানে বিল বিরোধী মঞ্চের তরফে ছাত্রছাত্রী, মহিলারা প্রতিবাদ আন্দোলনে নামেন।
আগামী ৫ অক্টোবর অমিত শাহ আইজলে আসছেন। সফর বয়কট করে প্রতিবাদের ডাক দিয়েছে বিল বিরোধী সংগঠনগুলির যৌথ মঞ্চ।