প্রথমে শান্তিপূর্ণ ভাবে অবরোধের মাধ্যমে তাঁদের দাবি জানালেও পরে তা বাক-বিতণ্ডা ও হাতাহাতির পর্যায়ে নেমে আসে। প্রতীকী ছবি
প্রযুক্তিগত শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতা শহরের বুকে প্রচুর বেসরকারি কলেজ গড়ে উঠেছে গত কয়েক দশকে। ‘আইটি হাব’ হিসেবে পরিচিত সল্ট লেকের সেক্টর ফাইভ অঞ্চলের এক নাম করা বেসরকারি কলেজে মঙ্গলবার দেখা দিল তুমুল গোলযোগ।
প্রতিষ্ঠানের অন্তিম বর্ষের ছাত্ররা ‘ক্যাম্পাসিং’ –এর মাধ্যমে চাকরিতে নিয়োগের বিষয়টি নিয়ে অভিযোগ জানান। প্রথমে শান্তিপূর্ণ ভাবে অবরোধের মাধ্যমে তাঁদের দাবি জানালেও পরে তা বাক-বিতণ্ডা ও হাতাহাতির পর্যায়ে নেমে আসে।
জানা যায়, প্রথম বর্ষের ছাত্ররা এই দাবিকে সমর্থন না জানানোর ফলেই এই গোলযোগ।
স্থানীয় থানার সূত্রে খবর, এখনও পর্যন্ত কেউ গুরুতর জখম হয়নি।