Gupkar

‘আপনি পার্টিতে যোগ দিতে চাপ গুপকার প্রার্থীদের’

আজ শোপিয়ানে জয়ী এক মহিলা প্রার্থীর কল রেকর্ডিং প্রকাশ করেছেন ওমর। তাঁর দাবি, ওই প্রার্থীকে আপনি পার্টিতে যোগ দিতে বাধ্য করেছে প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০৩:২২
Share:

শ্রীনগরে সাংবাদিক বৈঠক ওমর আবদুল্লার। শনিবার। পিটিআই।

কাশ্মীরে ডিডিসি ভোটে জয়ী গুপকার জোটের প্রার্থীদের বিজেপি ঘনিষ্ঠ আপনি পার্টিতে যোগ দেওয়ার জন্য জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করলেন ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমরের দাবি, এ কাজে পুলিশকে ব্যবহার করছে উপরাজ্যপাল মনোজ সিন্‌হার প্রশাসন। ডিডিসি নির্বাচনে বড় জয় পেয়েছে গুপকার জোট। ওমরের দাবি, পুলিশকে ব্যবহার করে জয়ী প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, ‘‘এক দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাজ্যপাল ডিডিসি ভোটকে কাশ্মীরে গণতন্ত্রের জয় বলে দাবি করছেন। অন্য দিকে সেই গণতন্ত্রকেই হত্যা করা হচ্ছে। কার নির্দেশে এ কাজ করা হচ্ছে জানি না।’’

Advertisement

আজ শোপিয়ানে জয়ী এক মহিলা প্রার্থীর কল রেকর্ডিং প্রকাশ করেছেন ওমর। তাঁর দাবি, ওই প্রার্থীকে আপনি পার্টিতে যোগ দিতে বাধ্য করেছে প্রশাসন। ওই মহিলার স্বামীর ভাই জেলে বন্দি। পুলিশের তরফে জানানো হয়, তিনি মুক্তি পেতে পারেন। কিন্তু ওই মহিলাকে আপনি পার্টিতে যোগ দিতে হবে। ওমরের আরও দাবি, শোপিয়ানে ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন বিধানপরিষদ সদস্য শওকত গনাই ও প্রবীণ নেতা সাবির আহমেদ কুলেকে বিনা কারণে আটক করে রাখা হয়েছে। ওমরের কটাক্ষ, ‘‘তাঁরাও হয়তো আপনি পার্টিতে যোগ দিয়ে মুক্তি পাবেন।’’ তাঁর বক্তব্য, ‘‘সংসদ ও বিধানসভায় দলত্যাগ বিরোধী আইন আছে। তাহলে জম্মু-কাশ্মীরে সেই আইন কার্যকর করে দলত্যাগীদের পদচ্যুত করা হচ্ছে না কেন?’’

এ দিনই কাশ্মীরে ‘শান্তিভঙ্গের ঘটনা’ রুখতে প্রায় ১০০ জন রাজনীতিক, বিচ্ছিন্নতাবাদী নেতা ও জঙ্গি সহযোগীদের গ্রেফতার করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। সম্প্রতি পিডিপি-র তিন নেতাকে আটক করে প্রশাসন। তার পরে তিন দিনে ন্যাশনাল কনফারেন্সের তিন জন নেতাকে আটক করেছে পুলিশ। বন্দি ১০ জন বিচ্ছিন্নতাবাদী নেতাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement