Ramnath kovind

জন্মভিটের মাটি ছুঁয়ে প্রণাম করে রাষ্ট্রপতি বললেন, ‘এমনটা স্বপ্নেও ভাবিনি’

সোমবার রাষ্ট্রপতি যাবেন লখনউয়ে। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার আম্বেদকর স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৫:৩২
Share:

ছবি: টুইটার

জন্মভিটেতে পা রেখেই নতজানু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যে গ্রামে জন্ম, তাঁর ধুলো হাতে তুলে মাথায় ঠেকালেন তিনি। প্রণাম করলেন জন্মভিটেকে। বললেন, ‘‘আমি ভাবিনি কোনওদিন এমনই এক সাধারণ গ্রামের ছেলে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদের দায়িত্ব পাবেন। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা এই বিষয়টিকে বাস্তব করে তুলেছে।’’

Advertisement

রবিবার দুপুরে কানপুরের জন্মভিটে পারাউঙ্খ গ্রামে পৌঁছন কোবিন্দ। গ্রামের পাথরি দেবী মন্দিরে যান। তারপর আম্বেদকর ভবনেও যান তিনি। কোবিন্দের সফরসঙ্গী হয়েছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রাষ্ট্রপতি পৌঁছে বলেন, ‘‘দীর্ঘ যাত্রায় সবসময় আমার সঙ্গী হয়েছে জন্মভিটের গন্ধ। এই গ্রামের স্মৃতি সবসময় আমার হৃদয়ে বিদ্যমান রয়েছে। এই গ্রাম, শুধু একটি গ্রাম নয় আমার কাছে। এই গ্রাম আমাকে সর্বদা এগিয়ে যেতে সাহস যুগিয়েছে।’’

Advertisement

সোমবার রাষ্ট্রপতি যাবেন লখনউ। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার আম্বেদকর স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement