ফাইল ছবি।
এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় কার্যত নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণার আগেই কি উদ্যাপনও শুরু করে দিল বিজেপি? দলের সমস্ত সাংসদের সঙ্গে নৈশাহার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রাষ্ট্রপতি নির্বাচন, সোমবারের ঠিক ৪৮ ঘণ্টা আগে, শনিবার সংসদ ভবনেই বসবে সেই নৈশাহারের আসর। বিজেপির সমস্ত সাংসদকে শনিবার সকালের মধ্যে রাজধানীতে ঢুকে পড়তে বলা হয়েছে দলের তরফে।
বিজেপি সূত্রের খবর, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় সাংসদদের সংসদ ভবনে একটি বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে কী ভাবে ভোট দিতে হয়, তা জানানো হবে। তার পরই নৈশভোজ। রবিবার এনডিএ সাংসদদের বৈঠক।
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম প্রস্তাব করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তাঁর বিপরীতে আছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হা। যদিও অঙ্কের হিসাবে দ্রৌপদীর রাষ্ট্রপতি হওয়া এক প্রকার নিশ্চিত। ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।