Signature

Viral: সজারু নাকি ময়ূর! ভাইরাল স্বাক্ষর ঘিরে মিমের বন্যা

ভাইরাল হওয়া গুয়াহাটি কলেজের সেই স্বাক্ষরের নীচে তারিখ দেওয়া ৪ মার্চ। স্বাক্ষরের উপরে লেখা ‘ভেরিফায়েড’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ১৭:৩০
Share:

ভাইরাল হওয়া সেই স্বাক্ষর। ছবি সৌজন্য টুইটার।

অনেক রকম স্বাক্ষর দেখেছেন। কিন্তু সম্প্রতি নেটমাধ্যমে একটি স্বাক্ষর ভাইরাল হয়েছে যা নিয়ে মিমের বন্যা বইছে। কেউ রসিকতা করে বলেছেন, স্বাক্ষরকারী হয়তো সজারু আঁকতে গিয়েছিলেন। কেউ আবার এই স্বাক্ষরের সঙ্গে পেখম মেলা ময়ূরের সাদৃশ্য খুঁজে পেয়েছেন!

Advertisement

সাধারণত স্বাক্ষর যাতে কেউ নকল করতে না পারেন, তাই অনেকেই নিজের স্বাক্ষরের একটা আলাদা অভিজ্ঞান তৈরি করেন। নেটমাধ্যমে যে স্বাক্ষর নিয়ে তুমুল চর্চা চলছে, সেটি গুয়াহাটি মেডিক্যাল কলেজের অস্থিবিভাগের রেজিস্ট্রারের বলে দাবি করা হচ্ছে।

রমেশ নামে এক টুইটার গ্রাহক এই স্বাক্ষরটি শেয়ার করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘আমি অনেক ধরনের স্বাক্ষর দেখেছি। কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ।’ নেটমাধ্যমে এটি শেয়ার হওয়ার পরই কেউ কেউ এই স্বাক্ষরের সঙ্গে সজারুর তুলনা টেনেছেন। কেউ আবার ড্যান্ডেলিয়ন ফুলের ছবি দিয়ে তার সঙ্গে তুলনা করেছেন। অনেকে আবার আরও বিচিত্র স্বাক্ষর পোস্ট করেছেন।

Advertisement

ভাইরাল হওয়া গুয়াহাটি কলেজের সেই স্বাক্ষরের নীচে তারিখ দেওয়া ৪ মার্চ। স্বাক্ষরের উপরে লেখা ‘ভেরিফায়েড’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement