—ফাইল চিত্র।
উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষে সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদবের নাম দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছে দিল্লি পুলিশ। বিরোধী রাজনীতিকেরা তো বটেই, প্রাক্তন পুলিশকর্তা থেকে শিক্ষাবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে। দিল্লি পুলিশকে আজ কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেছেন, এঁদের নাম ঢুকিয়ে অপরাধীদের সাজা দেওয়ার ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে দিল্লি পুলিশ। লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানিয়েছেন, বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবে কংগ্রেস।
গত কাল থেকেই দিল্লি পুলিশের তদন্তের একচোখামি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দেশ জুড়ে। বিরোধীদের প্রশ্ন ছিল, বিজেপি নেতা কপিল মিশ্রের উস্কানিমূলক বয়ানের পরে সংঘর্ষ শুরু হয়। কপিলের নামে একাধিক অভিযোগ জমা পড়লেও, শাসক দলের নেতা হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। উল্টে বিরোধী রাজনীতিক, শিক্ষাবিদ, সামাজিক আন্দোলনকারীদের এই সুযোগে মামলায় জড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে পুলিশ তথা বকলমে বিজেপি। আজ চিদম্বরমের টুইট, ‘‘সীতারাম ইয়েচুরি-সহ অন্য সামাজিক আন্দোলনকারীদের নাম নিয়ে অপরাধীদের সাজা দেওয়ার ব্যবস্থাকে হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ।’’
দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রক তথা অমিত শাহের হাতে। বিজেপি নিজেদের স্বার্থে দিল্লি পুলিশকে ব্যবহার করে আসছে বলে অভিযোগ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ অন্য বিরোধী দলের নেতারা। শাসক দলের নির্দেশ মেনে চলতে গিয়েছে দিল্লি পুলিশ আইন পর্যন্ত ভুলে গিয়েছে কি না, সেই সংশয় প্রকাশ করে চিদম্বরমের কটাক্ষ, ‘‘কোনও অভিযুক্ত কারও নাম করলেই সেই ব্যক্তির নাম চার্জশিটে জোড়া যায় না। দিল্লি পুলিশ কি ভুলে গিয়েছে যে প্রাথমিক তথ্যপ্রমাণ ও চার্জশিট পেশের মাঝে তদন্ত বলে একটি বিষয় থাকে।’’ জয়তী ঘোষের মতো শিক্ষাবিদের নাম থাকায় পুলিশের সমালোচনায় সরব হয়েছে জেএনইউয়ের শিক্ষক সংগঠন জেএনইউটিএ। সংগঠনের পক্ষে থেকে বলা হয়েছে, ‘‘বিরোধী স্বরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা তালিকা দেখলেই তা বোঝা যাচ্ছে। অধ্যাপক জয়তী ঘোষ ৩৪ বছরের কর্মজীবন কাটিয়ে অবসরের দ্বারপ্রান্তে। বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে ভূয়ো অভিযোগ আনার চেষ্টা করেছে দিল্লি পুলিশ।’’
আরও পড়ুন: উমর খালিদ গ্রেফতার, দিল্লি হিংসা মামলায়, দেওয়া হল ইউএপিএ
আরও পড়ুন: উমর খালিদ গ্রেফতার, দিল্লি হিংসা মামলায়, দেওয়া হল ইউএপিএ
সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন পুলিশকর্তা জুলিয়া রিবেইরো। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার রিবেইরো সম্প্রতি দিল্লি পুলিশের বর্তমান কমিশনার এস এন শ্রীবাস্তবকে চিঠি লিখে জানান, তদন্তের নামে দিল্লি পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের নাম জড়াচ্ছে। অথচ যে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। সেই চিঠির সূত্র ধরে আক্রমণ শানিয়েছেন চিদম্বরম। তিনি বলেন, ‘‘দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন রিবেইরো। ওই প্রাক্তন পুলিশ কর্তার কথা কি শুনবে দিল্লি পুলিশ?’’ তবে আজ এ প্রসঙ্গে নতুন করে মুখ খোলেনি দিল্লি পুলিশ। অভিযোগের জবাবে গত কাল তারা জানিয়েছিল, অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে ওই নামগুলি জোড়া হয়েছিল। তার মানে এই নয় যে ওই ব্যক্তিরা অভিযুক্ত।