Tamil Nadu

৯ দিনের শিশুকন্যাকে বিষ খাইয়ে খুন, বাড়ির পিছনে পুঁতে দেওয়া হল দেহ! তামিলনাড়ুতে ধৃত বাবা-মা

দম্পতি ভেলোরের বাসিন্দা। দু’বছরের একটি কন্যাসন্তান রয়েছে তাঁদের। গত ২৭ অগস্ট তাঁদের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় আশাহত হয়েছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

শিশুকন্যাকে বিষ খাইয়ে খুন করলেন বাবা-মা! তার পর দেহ পুঁতে দিলেন বাড়ির পিছনের জমিতে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে। শনিবার অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ওই দম্পতি ভেলোরের বাসিন্দা। দু’বছরের একটি কন্যাসন্তান রয়েছে তাঁদের। গত ২৭ অগস্ট তাঁদের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। অভিযোগ, দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় আশাহত হয়েছিলেন তাঁরা। এর পরেই ওই শিশুকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে খুন করেন বাবা-মা। শিশুটি মারা গেলে কোনও আত্মীয়কে না জানিয়েই তড়িঘড়ি দেহটি পুঁতে দেন বাড়ির পিছনের জমিতে।

নিহত শিশুর দাদু সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, ৪ তারিখ হঠাৎই মেয়ের ফোন পান তিনি। মেয়ে জানান, সদ্যোজাত ওই শিশুটি আচমকা মারা গিয়েছে। জানান, শিশুর সৎকারও করে ফেলেছেন তাঁরা। এর পরেই সন্দেহ হয় বৃদ্ধের। ওই দিনই থানায় অভিযোগ করেন তিনি। ৫ তারিখ ওই দম্পতির বাড়িতে পৌঁছয় পুলিশ। পৌঁছন জেলাশাসকও। তত ক্ষণে অবশ্য দম্পতি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। বাড়ির পিছনের উঠোন খুঁড়ে শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

তিন দিন গা-ঢাকা দিয়ে থাকার পর শনিবার ভেলোর পুলিশের হাতে ধরা পড়েছেন দম্পতি। শীঘ্রই তাঁদের আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, এখনও ঘটনার তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement