Kidnapping Case

প্রেমে বাধা পেয়ে শিশুকে অপহরণের অভিযোগ, মুম্বইয়ে গ্রেফতার ‘ক্রাইম পেট্রল’ খ্যাত অভিনেত্রী

প্রেমিকের সাড়ে তিন বছরের ভাইপোকে অপহরণের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে। স্কুলের সামনে থেকে ওই শিশুকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ২০:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

টেলি সিরিয়ালের অভিনেত্রী। অপরাধমূলক ঘটনার উপর জনপ্রিয় টেলিভিশন শো ‘ক্রাইম পেট্রল’-এও অভিনয় করতেন। এ বার এক শিশুকে অপহরণের অভিযোগে অভিনেত্রী শবরিনকে গ্রেফতার করল পুলিশ। মহারাষ্ট্রের পালগড় জেলা থেকে সাড়ে তিন বছরের ওই শিশুকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনায় অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা এএনআইয়ে উল্লেখ, ওই শিশুর কাকা ব্রজেশ সিংহের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল অভিনেত্রীর। কিন্তু ব্রিজেশের পরিবারের লোকেরা তাঁদের বিয়েতে রাজি ছিলেন না। পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করে এএনআই উল্লেখ করেছে, “ব্রিজেশের প্রেমে এতটাই মগ্ন ছিলেন শবরিন যে তিনি কী করছেন, সেই বোধ-বুদ্ধি হারিয়েছিলেন।” ওই মহিলা ‘ক্রাইম পেট্রল’ টেলি সিরিয়ালে অভিনেত্রী ছিলেন, সে কথাও নিশ্চিত করেছে পুলিশ।

এই অপহরণের মামলায় ব্রিজেশের কোনও যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। গত কয়েক বছর ধরেই শবরিনের সঙ্গে সম্পর্ক ছিল ব্রিজেশের। কিন্তু উভয়ে একই ‘জাত’-এর না হওয়ায় বিয়েতে রাজি ছিলেন না ব্রিজেশের পরিবারের লোকেরা। পুলিশ সূত্রে খবর, শবরিন একাধিক বার ব্রিজেশের পরিবারের লোকেদের বোঝানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু সুরাহা হয়নি। এই অবস্থায় শনিবার তিনি ব্রিজেশের ভাইপোকে অপহরণ করেন বলে অভিযোগ।

Advertisement

আর পাঁচটা সাধারণ দিনের মতো শনিবার সকালেও ব্রিজেশের ভাইপো স্কুলে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, বেলা ১১টা নাগাদ শবরিনও স্কুলের সামনে পৌঁছে যান। ওই সময়েই স্কুল ছুটি হয়। ব্রিজেশের ভাইপো শবরিনকে আগে থেকেই চিনত। পরিচিত মুখ থাকায় শবরিনের সঙ্গে যেতে কোও আপত্তি করেনি সাড়ে তিন বছরের ওই শিশু।

পরে বিকেল হয়ে গেলেও ব্রিজেশের ভাইপো বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের লোকেরা। স্কুলে যোগাযোগ করেন তাঁরা। খোঁজখবর নিয়ে জানতে পারেন, ডাক্তার দেখানোর নামে এক মহিলা তাকে নিয়ে গিয়েছে স্কুল থেকে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ স্কুলের সামনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শবরিনকে শনাক্ত করে। ব্রিজেশের ভাইপোকে নিয়ে স্কুলের সামনে থেকে একটি অটোয় উঠেছিলেন তিনি। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। শবরিনের মোবাইলের অবস্থান কোথায় রয়েছে, তা-ও নজর রাখতে শুরু করে তদন্তকারী দল। শেষে বান্দ্রা থেকে গ্রেফতার করা হয় শবরিনকে। পুলিশি জেরায় তিনি স্বীকার করেছেন, শিশুকে নায়গাওঁ এলাকায় একটি ফ্ল্যাটে লুকিয়ে রাখা হয়েছে। সেই মতো শিশুটিকেও উদ্ধার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement