Bihar

কাকুতিমিনতি করেও পার পেলেন না, চোর সন্দেহে হাত পা বেঁধে পিটিয়ে খুন বিহারে! ধৃত ২ অভিযুক্ত

ট্রাক্টর চুরির সন্দেহে বিহারের মুজফ্‌ফরপুরে এক তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১
Share:

বিহারে চোর সন্দেহে তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ। — প্রতীকী চিত্র।

চোর সন্দেহে মাঝবয়সি এক তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিহারের মুজফ্‌ফপুরে। শম্ভু সাহানি নামে ওই তরুণ ট্রাক্টর চুরির চেষ্টা করছিলেন বলে সন্দেহ গ্রামবাসীদের। সেই সন্দেহের বশেই শম্ভুর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছেড়ে দেওয়ার জন্য বার বার কাকুতিমিনতি করেও কোনও লাভ হয়নি। গ্রামবাসীদের গণপ্রহারের মধ্যে পড়ে মৃত্যু হয় তরুণের। ওই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। মুজফ্ফরপুরের রাজখন্দ উত্তর পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামে তিন বন্ধুর সঙ্গে ঘোরাঘুরি করছিলেন শম্ভু। কী কারণে তাঁরা সেখানে ঘোরাঘুরি করছিলেন, তা স্পষ্ট নয়। গ্রামবাসীদের দাবি, ট্রাক্টর চুরি করতে গ্রামে প্রবেশ করেছিলেন তাঁরা। এক ট্রাক্টর মালিক জানান, রাতে ট্রাক্টরের শব্দ শুনে গ্রামবাসীদের ঘুম ভাঙে। সেই সময় তাড়া করে শম্ভুকে ধরে ফেলেন তাঁরা। তবে বাকিরা পালিয়ে যান।

এর পরে উত্তেজিত গ্রামবাসীদের রোষ গিয়ে পড়ে শম্ভুর উপর। তাঁর হাত-পা বেঁধে রাতভর বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সকালে ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছয়। তখন গ্রামের একটি জায়গায় দৃশ্যত নিষ্প্রাণ অবস্থায় পড়ে ছিল শম্ভুর দেহ। তাঁর দুই পা দড়ি দিয়ে বাঁধা। হাতগুলিও দড়ি দিয়ে বাঁধা অবস্থায় বুকের কাছে জড়ো হয়ে রয়েছে। পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মুজফ্‌ফরপুরের আউরাই থানার আইসি অভিজিৎ অলকেশ জানিয়েছেন, ট্রাক্টর চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ট্রাক্টরমালিক এবং কিছু সমাজবিরোধীর বিরুদ্ধে। ঘটনায় ট্রাক্টরের মালিক গঙ্গা সাহনি এবং তাঁর ভাইপো পুকর সাহনিকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement