Murder

গলা কেটে কিশোরীর দেহ কাঁধে করে গ্রামে প্রবেশ প্রতিবেশী যুবকের, স্কুল যাওয়ার পথে খুন

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত কয়েক মাস ধরেই কিশোরীকে হেনস্থা করছিলেন ধর্মপাল। শনিবার গ্রাম থেকে প্রায় ২০০ মিটার দূরে স্কুলে যাচ্ছিল কিশোরী। নিজের সাইকেলে চেপে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৭
Share:

পথে কিশোরীর গলা কেটে তারই প্রতিবেশী এক যুবক খুন করেছে বলে অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাইকেলে চেপে শনিবার সকালে স্কুলে যাচ্ছিল কিশোরী। অভিযোগ, পথে তার গলা কেটে খুন করে তারই প্রতিবেশী এক যুবক। এখানেই শেষ নয়, এর পরে কিশোরীর দেহ কাঁধে করে প্রায় ২০০ মিটার দূরে গ্রামে প্রবেশ করেন ১৯ বছরের যুবক ধর্মপাল চৌহান। গ্রামবাসীরা তাঁকে ধরে মারধর করেন। এর পরে পুলিশের হাতে তুলে দেন তাঁকে। উত্তরপ্রদেশের বলরামপুর জেলার ঘটনা।

Advertisement

বলরামপুরের সার্কল অফিসার ব্রিজনন্দন রায় জানিয়েছেন, ধৃতকে আদালতে হাজির করিয়ে হেফাজতে চাওয়া হয়েছে। কেন কিশোরীকে খুন করেছেন ধর্মপাল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, মাস কয়েক আগে কিশোরীকে মারধর করেছিলেন ধর্মপাল। কেন করেছিলেন, তা স্পষ্ট নয় পুলিশের কাছে। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, নিহত কিশোরী এবং ধর্মপাল একই জাতের। মাস কয়েক আগে তাকে যখন মারধর করেছিলেন যুবক, সে সময় স্থানীয়দের হস্তক্ষেপে তা মিটে গিয়েছিল। এই সব দাবি খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত কয়েক মাস ধরেই কিশোরীকে হেনস্থা করছিলেন ধর্মপাল। শনিবার গ্রাম থেকে প্রায় ২০০ মিটার দূরে স্কুলে যাচ্ছিল কিশোরী। নিজের সাইকেলে চেপে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সে সময় তার পথ আটকান ধর্মপাল। সে কিছু বলার আগেই ছুরি দিয়ে গলা কেটে দেন। এর পর কাঁধে করে দেহ গ্রামে নিয়ে যান। গ্রামবাসীরা কিশোরীর পরিবারকে খবর দেয়। তাঁরা কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement