Rape

আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মধ্যপ্রদেশে, ধৃত তিন, মূল অভিযুক্তের বাড়ি ভাঙল প্রশাসন

পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যান এক যুবক। সেখানে আগে থেকেই হাজির ছিলেন আরও দুই যুবক। তাঁরা তিন জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৬:৪৩
Share:

—প্রতীকী ছবি।

আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এক যুবক নাবালিকাকে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই হাজির ছিলেন আরও দুই যুবক। অভিযোগ, ওই নির্মীয়মাণ বাড়িতেই তিন জন মিলে গণধর্ষণ করেন কিশোরীকে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

কিশোরীর পরিবার পুলিশের কাছে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ পাওয়ার পরই তিন অভিযুক্তকে ধরতে অভিযানে নামে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টা পরই তিন জনকে গ্রেফতার করা হয়। ইনদওরের মহকুমাশাসক অক্ষয় সিংহ মরখম জানিয়েছেন, তিন অভিযুক্তকেই কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মহকুমাশাসক আরও জানিয়েছেন, মূল অভিযুক্তের বাড়ি কাজি পালাসিয়া গ্রামে। জমি দখল করে বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করেছিলেন ওই অভিযুক্ত। শুক্রবার সকালে ওই অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

অন্য দিকে, সিঙ্গারাউলিতেও ধর্ষণে অভিযুক্ত এক যুবকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। মাসখানেক আগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে বিনয় তিওয়ারি নামে এক যুবকের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement