বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রতীকী ছবি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাতের সভায় নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করা হয়েছে! এমনটাই মনে করছে সে রাজ্যের পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার আমদাবাদের বাভলায় প্রধানমন্ত্রীর সভা ছিল। সেই সভাস্থলের কাছে এসে গিয়েছিল একটি অননুমোদিত ড্রোন। ড্রোনটি দেখতে পেয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কর্মীরা গুলি করে সেটি নষ্ট করে দেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে নেমে তদন্তকারীরা জানিয়েছেন, ওই জায়গায় কাউকে ড্রোন ওড়ানোর অনুমতি দেওয়া হয়নি। আর সেই কারণেই তাঁরা মনে করছেন, মোদীর সভার সময় কোনও বিশেষ কারণে ওই ড্রোনটি ওড়ানো হচ্ছিল। এই বিষয়ে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেছে বলেও সূত্রের খবর।
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ড্রোনটি পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে কেন এই ড্রোন ওখানে উড়ছিল, তা নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সে রাজ্যের পুলিশকে।
ভোটমুখী গুজরাতে বিজেপিকে আবার ক্ষমতায় ফেরাতে প্রচার শুরু করেছে গেরুয়া শিবিরের তারকা প্রচারক মোদী। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু করে পালানপুর, মোদাসা, দহেগাম এবং বাভলা, এই চারটি সমাবেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবারও একাধিক জায়গায় গিয়ে প্রচার চালিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি, পঞ্জাবের একটি উড়ালপুলের কাছে প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ দেখান কয়েক জন বিক্ষোভকারী। প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে জনসভায় যাওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি সড়ক পথে পঞ্জাবে যাচ্ছিলেন। আর সেই সময়ই এই ঘটনাটি ঘটে। এই নিয়েও তোলপাড় হয়েছিল দেশের রাজনীতি।