Supreme Court

নোটা-য় বেশি ভোট পড়লে বাতিল হোক সেই আসনের নির্বাচন, কেন্দ্রের জবাব চায় সুপ্রিম কোর্ট

দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বলা হয়, শীর্ষ আদালতের উচিত নির্বাচন কমিশনকে এই বিষযে স্পষ্ট একটি নির্দেশিকা দেওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৩:৫৫
Share:

ফাইল ছবি

বাংলা-সহ দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যখন শিয়রে নির্বাচন, তখনই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কেন্দ্রের মত জানতে চাইল শীর্ষ আদালত। একটি কেন্দ্রে যদি বেশিরভাগ ভোট নোটায় পড়ে, তাহলে বাতিল করা হোক সেই নির্বাচন। দরকারে পরবর্তীতে ফের ভোট করা হোক। এমন দাবি তুলে শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিণীকুমার উপাধ্যায়। সেই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল শীর্ষ আদালত।

Advertisement

দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বলা হয়, শীর্ষ আদালতের উচিত নির্বাচন কমিশনকে এই বিষযে স্পষ্ট একটি নির্দেশিকা দেওয়া। আবেনদকারীর আইনজীবী মানেকা গুরুস্বামী আদালতে বলেন, ‘‘আমরা ‘অস্বীকার করা’-র অধিকারের একটি স্বীকৃতি চাইছি।’’ অর্থাৎ কোনও কেন্দ্রে যদি নোটায় সর্বোচ্চ ভোট পড়ে, তাহলে বুঝতে হবে একটা বড় অংশের মানুষের কোনও প্রার্থীকেই পছন্দ হয়নি। তখন সংখ্যাগরিষ্ঠের রায় মেনে উচিত ভোট বাতিল করে দেওয়া।

এই প্রস্তাবের জবাবে প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রহ্মণ্যম বলেন, ‘‘কোনও আসনে নির্বাচন বাতিল হয়ে গেলে সংসদে বা বিধানসভায় তো একটি আসন ফাঁকা পড়ে থাকে।’’

Advertisement

যদিও আবেদনকারীর পক্ষে প্রশ্ন করা হয়, ‘‘কিন্তু কোথাও যদি ৫০ শতাংশ বা তার বেশি নোটা-য় ভোট পড়ে, তাহলে তো সেটাকে গুরুত্ব দিতেই হবে। যদি ভোটের ফলে দেখা যায়, এক শতাংশ লোক একজন প্রার্থীকে পছন্দ করছেন, বাকি ৯৯ শতাংশ কাউকেই পছন্দ করছেন না, তাহলে ওই ১ শতাংশের রায়ের উপর ভিত্তি করে ফলাফল তৈরি হবে?’’

প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, ‘‘সমস্যাটি একটি সাংবিধানিক সমস্যা। আপনার কথা মেনে নিলে, হতে পারে অনেকগুলি আসনই খালি হয়ে যাবে। আসনের প্রতিনিধি থাকবে না। এ ভাবে সংসদীয় গণতন্ত্র চলে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement