Ayodhya Ram Mandir

গলওয়ান কাণ্ডের জেরে স্থগিত অযোধ্যায় রামমন্দির নির্মাণ

‘‘লাদাখে ভারত-চিন সীমান্তে পরিস্থিতি গুরুতর। এই মূহূর্তে দেশকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই এই সিদ্ধান্ত।’’

Advertisement

সংবাদসংস্থা

অযোধ্যা শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ১৪:৫৪
Share:

অযোধ্যার রাম মন্দিরে ব্যবহারের উদ্দেশ্যে নির্মিত অংশ। ছবি টুইটার থেকে নেওয়া।

গলওয়ানে চিনা হামলার জেরে স্থগিত রাখা হল অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে শুক্রবার এ কথা জানানো হয়েছে। ট্রাস্টের আধিকারিক অনিল মিশ্র এ দিন বলেন, ‘‘লাদাখে ভারত-চিন সীমান্তে পরিস্থিতি গুরুতর। এই মূহূর্তে দেশকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই এই সিদ্ধান্ত।’’

নির্বিঘ্নে মন্দির নির্মাণের উদ্দেশ্যে গত বুধবার নির্মাণস্থলের পাশে কুবের টিলায় শিবপুজো পর্ব অনুষ্ঠিত হয়। শিবলিঙ্গের মাথায় কালো গরুর ১১ কিলোগ্রাম দুধ ঢেলে রুদ্রাভিষেকের পালাও সম্পন্ন হয়। সে দিন সাধু-সন্তদের ভিড়ে গুঞ্জন ছিল, চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কিন্তু অনিল এদিন বলেছেন, ‘‘দেশের পরিস্থিতি খতিয়ে দেখার পরেই রাম মন্দির নির্মাণের নির্ঘণ্ট স্থির হবে। এর পরে আমরা আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করব।’’

গত নভেম্বরে সুপ্রিম কোর্ট অযোধ্যার জমি বিতর্ক মামলার রায় ঘোষণা করেছিল। গত ৫ ফেব্রুয়ারি মন্দির গড়তে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে গঠন করে কেন্দ্র। কিন্তু এর পর করোনা পরিস্থিতির জেরে কাজ সাময়িক ভাবে মুলতুবি হয়ে যায়। তবে মে মাসে লকডাউন পর্ব থেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের উদ্যোগ শুরু করেছিল ট্রাস্ট। চলছিল জমি সমান করার পর্ব। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস’ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে অনুদান দিলে ২০২০-’২১ অর্থবর্ষ থেকেই আয়করে ছাড় মিলবে।

Advertisement

আরও পড়ুন: সীমান্তে কেন ভারতীয় সেনার ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ হল না, উঠছে প্রশ্ন

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৮৬, দু’লক্ষ ছাড়াল সুস্থ হওয়ার সংখ্যাও

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement