কুম্ভমেলায় নৌকাসফরে পুণ্যার্থীরা। ছবি: পিটিআই।
কুম্ভমেলায় গিয়ে নৌকা করে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন একদল পুণ্যার্থী। সেই সময় আচমকাই তাঁদের নৌকা উল্টে যায়। নদীতে পড়ে যান পুণ্যার্থীরা। বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন তাঁরা। কাছেই ছিল জাতীয় বিপর্যয় বাহিনীর (এনডিআরএফ) সদস্যেরা। তাঁরা জলে ঝাঁপিয়ে পড়ে পুণ্যার্থীদের উদ্ধার করেন।
শনিবার ঘটনাটি ঘটেছে কিলাঘাটের কাছে। সেখান থেকে ১০ জনের একদল পর্যটক স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় নৌকাটি ডুবতে শুরু করে। তার পরই যাত্রীদের নিয়ে উল্টে যায়। যদিও বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এনডিআরএফের ডিআইজি মনোজ কুমার শর্মা জানিয়েছেন, সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। ১০ যাত্রীর মধ্যে আট জন বিহারের এবং দু’জন ইনদওরের।
শনিবার সকালেই কুম্ভমেলা যাওয়ার রাস্তায় দাঁড় করানো দু’টি গাড়িতে আগুন লেগে যায়। তবে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় দ্রুত। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়। গত ১৯ জানুয়ারি কুম্ভমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ৫০টিরও বেশি তাঁবু ভস্মীভূত হয়ে যায়। সেই ঘটনাতেও কেউ হতাহত হননি প্রশাসনের তৎপরতায়।