Cyber Crime

অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগ করে দ্বিগুণ টাকা আয়ের সুযোগ! ব্যবসায়ীর ১১ কোটি লুট সাইবার প্রতারণায়

ব্যবসায়ীর দাবি, হোয়াট্‌সঅ্যাপে বিনিয়োগ সংক্রান্ত একটি মেসেজ আসে। সেই মেসেজ আসে অনন্যা স্মিথ নামে এক মহিলার অ্যাকাউন্ট থেকে। নিজেকে ‘ক্লাব ১৭’ সংস্থার সদস্য বলে পরিচয় দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৯:২২
Share:

সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন ব্যবসায়ী। প্রতীকী ছবি।

অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগ করে দ্বিগুণ আয়ের সুযোগ! সাইবার অপরাধীদের এমনই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ১১ কোটি টাকা খোয়ালেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। এই ঘটনায় দীনেশ দুলাপুরিয়া, রাজেশ কোরি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও দুই অভিযুক্ত রামকিশোর কোরি এবং মুক্তার সৈয়দের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সাইবার অপরাধীরা কোলাবার এক ব্যবসায়ীকে ফোন করেন। তাঁকে বিনিয়োগের জন্য রাজি করান। ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে বলা হয়, যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন, তাঁর দ্বিগুণ টাকা তিনি আয় করতে পারবেন। ‘ক্লাব ১৭’ নামে একটি ভুয়ো বিনিয়োগ সংস্থা খুলে বসেছিলেন অভিযুক্তেরা। মোটা টাকা বিনিয়োগ করলে কী কী সুবিধা পাওয়া যাবে সমস্ত তথ্য দেওয়া হয় ব্যবসায়ীকে।

ব্যবসায়ীর দাবি, কিছু দিন পর হোয়াট্‌সঅ্যাপে বিনিয়োগ সংক্রান্ত একটি মেসেজ আসে। সেই মেসেজ আসে অনন্যা স্মিথ নামে এক মহিলার অ্যাকাউন্ট থেকে। নিজেকে ‘ক্লাব ১৭’ সংস্থার সদস্য বলে পরিচয় দেন। শেয়ার এবং বিনিয়োগ সংক্রান্ত নানা রকম তথ্যও দেওয়া হয় ব্যবসায়ীকে। এ ভাবে ধীরে ধীরে ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করেন সাইবার অপরাধীরা। পুলিশ জানিয়েছে, আরও কয়েক দিন পর ব্যবসায়ীকে হোয়াট্‌সঅ্যাপে একটি অনলাইন ট্রেডিংয়ের লিঙ্ক পাঠানো হয়। সঙ্গে তাঁকে জানানো হয় এই লিঙ্কের মাধ্যমে তাঁর বিনিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, কত টাকা লাভ হল ইত্যাদি সময়ে সময়ে জানতে পারবেন। ওই লিঙ্কের মাধ্যমে অনলাইনে বিনিয়োগ করা শুরু করেন ব্যবসায়ী। এক মাসের মধ্যে ২২ বার লেনদেন ১১ কোটি টাকা বিনিয়োগ করেন। ভাল লভ্যাংশও পান। কিন্তু টাকা তুলতে গিয়েই সমস্যা তৈরি হয়। ব্যবসায়ীকে জানানো হয় তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। তখনই তিনি বুঝতে পারেন কী সর্বনাশ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশের দ্বারস্থ হন। একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement