Physical Assault in New Delhi

রাজধানীর সড়কে যৌন হেনস্থা, অটোচালক-সহ চার জন অভিযুক্তকে খুঁজছে পুলিশ

কন্যার চিকিৎসা সংক্রান্ত আলোচনা করতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে এক জনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এক মহিলা। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৪:০৬
Share:

কন্যার চিকিৎসা সংক্রান্ত আলোচনা করতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে এক জনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এক মহিলা। প্রতীকী ছবি।

রাজধানীর সড়কে আবার যৌন হেনস্থা। চার জন মিলে এক মহিলার উপর শারীরিক নির্যাতন করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় এক অটোচালক-সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দিল্লি পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, ২৫ ফেব্রুয়ারি দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটে। কন্যার চিকিৎসা সংক্রান্ত আলোচনা করতে দক্ষিণপূর্ব দিল্লিতে এক জনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এক মহিলা। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। অটোতে ওঠার পর হঠাৎ মহিলাটিকে অচেতন করে তাঁকে নিয়ে পালিয়ে যান অটোচালক।

Advertisement

তার পর রাজধানীর সড়কে অটোচালক-সহ আরও ৩ জন মহিলাটিকে ধর্ষণ করেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার জন্মস্থল মায়নামারে। তিনি ভারতের নথিভুক্ত উদ্ধাস্তু পরিচয়ে রয়েছেন।

এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে, পুলিশ আধিকারিকেরা আশ্বাস দিয়েছেন, অভিযুক্তদের দ্রুত খুঁজে বার করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement