ছবি সংগৃহীত
হিন্দি জানেন না, হিন্দু বিয়ের রীতিনীতিও জানেন না। তবু হিন্দু রীতিতে বিয়ের প্রবল আকর্ষণ ছিল। সেই আকর্ষণেই বিহারী প্রেমিকের গ্রামে গিয়ে হিন্দু রীতি মনে বিয়ে করলেন ফিলিপিন্সের তরুণী।
কনে ভেলমুন ডুমরা। ফিলিপিন্সের জামালিঙ্গার বাসিন্দা। তিনি কুয়েতে একটি সংস্থার বিক্রয়কর্মী হিসাবে কাজ করেন। সেই শহরে একটি হোটেলে ম্যানেজারের কাজ করতেন বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা ধীরজ প্রসাদ। সেখানে দু’জনের প্রেম হয়। বিয়ে করার সিন্ধান্ত নেন। কিন্তু কনের ইচ্ছা ভারতে গিয়ে হিন্দু রীতিতে বিয়ে করবেন।
সেই মতো বিশেষ ভিসা নিয়ে প্রেমিক ধীরজের সঙ্গে ভারতে আসেন ডুমার। বিহারের গোপালগঞ্জ জেলার মুরার বাতরাহা গ্রামে বুধবার তাঁদের বিয়ে হয়। যে ভাবে লেহেঙ্গা-চোলি পরে হিন্দু বধু সেজে বিয়ে করেছে তা দেখে হতবাক গ্রামবাসীরা। নিমন্ত্রণ না থাকলেও গ্রামের অনেকেই ভিড় করেছেন এই বিয়ে দেখার জন্য।
তবে বিয়েতে ডুমরাকে একাই আসতে হয়েছে ভারতে। তাঁর মা-বাবা আসতে পারেননি। ভিসার জটিলতার কারণে তাঁরা আসতে পারেননি।