২০২০-র সেপ্টেম্বরে এই শহরে কেরানির কাজ নিয়ে এসেছিলেন ক্রিস্টেন বুশার্ড । প্রতীকী ছবি।
ফলে গোটা পসাদুমকেগের মানুষ নির্ভরশীল হয়ে পড়েন বুশার্ডের উপর। কিন্তু এটা যে পরবর্তীকালে একটা বড় সমস্যার কারণ হতে পারে সেটা কেউ ভাবেননি। এ বার সেই সমস্যারই মুখোমুখি হতে হল পসাদুমকেগের বাসিন্দাদের।
কাজের চাপে ছুটি নিতে পারতেন না বুশার্ড। কয়েক দিন আগে প্রশাসনিক কর্তাদের চিঠি লিখে ছুটির আবেদন করেন বুশার্ড। দু’সপ্তাহের জন্য ঘুরতে যাওয়ার আর্জি জানিয়ে চিঠি লেখেন তিনি। ব্যাঙ্গর ডেইলি-র প্রতিবেদন অনুযায়ী, শহর প্রশাসন বুশার্ডের সেই আবেদন খারিজ করে দেয়। ছুটি না পেয়ে হতাশ হয়ে কাজ থেকেই ইস্তফা দেন বুশার্ড। তিনি ইস্তফা দিতেই শহরের সমস্ত সরকারি কাজ থমকে গিয়েছে। যেন পুরো শহরটাই ‘অচল’ হয়ে গিয়েছে। বেকায়দায় পড়েছে প্রশাসন। বুশার্ডের পরিবর্ত খুঁজে তড়িঘড়ি শহরকে ‘সচল’ করার কাজ শুরু হয়েছে।