তেলে-আগুন! গ্রাফিক— শৌভিক দেবনাথ।
গাঁধী জয়ন্তীর দিনেই দেশে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রলের দাম। শনিবার নয়াদিল্লিতে এক লিটার পেট্রলের দাম ১০২ টাকা ১৪ পয়সা, সেখানে কলকাতায় এক লিটার পেট্রল বিকোচ্ছে ১০২ টাকা ৭৭ পয়সায়। মুম্বইয়ে দাম ১০৮ টাকা ১৯ পয়সা।
উৎসবের মরসুমে ভোগাচ্ছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড বৃদ্ধি পাওয়ায়, তার সরাসরি প্রভাব পড়েছে ভারতের পেট্রল পাম্পগুলোতেও। রাজধানী নয়াদিল্লিতে শুক্রবারের চেয়ে শনিবার পেট্রলের দাম বেড়েছে লিটারে ২৫ পয়সা। এর ফলে দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০২.১৪ টাকা। একই ভাবে লিটারে ৩০ পয়সা দাম বেড়ে কলকাতায় পেট্রলের দাম হয়েছে ১০২.৭৭ টাকা। শুক্রবারের চেয়ে ২৪ পয়সা দাম বেড়ে শনিবার মুম্বইয়ে এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১০৮.১৯ টাকায়।
কোথায় কত দাম? শৌভিক দেবনাথ
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম, হিন্দুস্থান পেট্রলিয়ামের মত সরকারি তেল শোধনকারী সংস্থা প্রতিদিন সকাল ৬টায় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার দামের উপর নির্ভর করে দেশে পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করে। অক্টোবরের প্রথম দু’দিন আন্তর্জাতিক বাজারে তেলের দামের রেকর্ড বৃদ্ধি হয়েছে। যা গত ৩ বছরে সর্বোচ্চ।