India Pakistan Border

পঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তরক্ষীদের গুলিতে মৃত্যু হল পাক যুবকের

রাতের অন্ধকারে পঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন এক যুবক। সুযোগের অপেক্ষায় বেশ কিছু ক্ষণ ধরেই সীমান্তের কাছে ঘোরাঘুরি করছিলেন। সে সময় কর্তব্যরত সীমান্তরক্ষীরা তাঁকে দেখে ফেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে মৃত্যু হল পাকিস্তানি যুবকের। রবিবার গভীর রাতে পঞ্জাবের অমৃতসর জেলায় ঘটনাটি ঘটেছে। সোমবার বিএসএফের তরফে বিষয়টি নিশ্চিত করেছেন এক আধিকারিক।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতের অন্ধকারে অমৃতসরের মহাওয়া গ্রামের কাছে সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন এক যুবক। সুযোগের অপেক্ষায় বেশ কিছু ক্ষণ ধরেই সীমান্তের কাছে ঘোরাঘুরি করছিলেন তিনি। সে সময় কর্তব্যরত সীমান্তরক্ষীরা তাঁকে দেখে ফেলেন। সীমান্তরক্ষীরা সন্দেহভাজন ওই যুবককে আটকানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের কথা না শুনে উল্টে নিরাপত্তা বেষ্টনীর দিকে দৌড়তে শুরু করেন ওই যুবক। এর পরেই বিএসএফ কর্মীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন।

প্রাথমিক তদন্তের পর বিএসএফের অনুমান, ওই যুবক পাকিস্তানি নাগরিক। তবে এখনও পর্যন্ত তাঁর নামপরিচয় জানা যায়নি। যুবকের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। সেই ব্যাগে ছিল কিছু জামাকাপড় এবং কয়েকটি ব্যক্তিগত জিনিসপত্র।

Advertisement

সম্প্রতি নানা অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশের চেষ্টা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বিএসএফের দাবি, গত কয়েক মাসে বাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য আরও আঁটসাঁট হয়েছে প্রহরা। অনুপ্রবেশ এবং অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগে চলতি বছরে এ পর্যন্ত ১৯৪ জন বাংলাদেশি এবং ১৯৭ জন ভারতীয় পাকড়াও হয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩৯৭ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। সেই আবহেই এ বার পাকিস্তান থেকেও ভারতে অনুপ্রবেশের চেষ্টা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement