Gujarat

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! গুজরাতে দুই গাড়ির সংঘর্ষে পাঁচ পড়ুয়া-সহ মৃত সাত

সোমবার সকাল ৮টা নাগাদ জুনাগড়-সোমনাথ সড়কের উপর ভান্দুরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। সে সময় গাড়িতে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন পাঁচ জন কলেজপড়ুয়া। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরীক্ষা দিতে যাওয়ার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ কলেজপড়ুয়ার। সোমবার সকালে গুজরাতের জুনাগড়ে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচ পড়ুয়ার পাশাপাশি ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আর একটি গাড়িতে থাকা দুই যাত্রীর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ৮টা নাগাদ জুনাগড়-সোমনাথ সড়কের উপর ভান্দুরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। সে সময় গাড়িতে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন পাঁচ কলেজপড়ুয়া। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। গতি বেশি থাকার কারণে গাড়িটি উল্টে বিপরীত লেনে গিয়ে পড়ে। তখনই উল্টো দিক থেকে ছুটে আসা আর একটি গাড়ির সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে আগুন লেগে যায় একটি গাড়িতে।

দুর্ঘটনার পরেই দ্রুত ছুটে আসেন স্থানীয়েরা। পুলিশেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরাও। যদিও তত ক্ষণে দুই গাড়িতে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে। আগুন নেভানোর পরে দেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। পুলিশের ডিএসপি দীনেশ কোদিয়াতার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘সোমবার সকাল ৮টার দিকে মালিয়ার ভান্দুরি গ্রামের কাছে একটি মারুতি সেলেরিও-র সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। মৃতদের দেহ উদ্ধার করে মালিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement