Ashok Panagariya

Coronavirus: করোনার পরই জটিল রোগ শরীরে, প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ অশোক পনগড়িয়া

২০১৪ সালে অশোক পনগড়িয়াকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। দীর্ঘ কর্মজীবনে এ ছাড়াও অজস্র পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৮:৩৬
Share:

অশোক পনগড়িয়া। —ফাইল চিত্র।

প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ অশোক পনগড়িয়া। সম্প্রতি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। যদিও করোনা থেকে সেরে ওঠেন তিনি। কিন্তু দুর্বলতার কারণে অন্যান্য রোগ শরীরে জাঁকিয়ে বসে। তার জেরেই শুক্রবার মৃত্যু হয় তাঁর।

Advertisement

জয়পুরের ইটারনাল পুরসভা হাসপাতালে ভর্তি ছিলেন অশোক পনগড়িয়া। করোনা থেকে সেরে ওঠার পর কিডনির সমস্য়া শুরু হয় তাঁর। রোজ ডায়ালিসিস চলছিল। কিন্তু পরিস্থিতিতির অবনতি হতে শুরু করে। ভেন্টিলেটরেও রাখা হয় তাঁকে। তাতেও শেষরক্ষা হল না।

২০১৪ সালে অশোক পনগড়িয়াকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। দীর্ঘ কর্মজীবনে এ ছাড়াও অজস্র পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement