Crime

১ লক্ষ টাকায় শিশু বিক্রির ছক! পাকড়াও দুই মহিলা, উদ্ধার এক দিনের সদ্যোজাত

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ। সে সময়ই হাতেনাতে পাকড়াও করা হয় এক মহিলাকে। উদ্ধার করা হয়েছে শিশুটিকে। পরে গ্রেফতার করা হয় আরও এক মহিলাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৫:০৯
Share:

উদ্ধার করা হয়েছে সদ্যোজাতকে। প্রতীকী ছবি।

সদ্যোজাত শিশুকে বিক্রির চেষ্টার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। এক লক্ষ টাকায় ওই শিশুটিকে বিক্রি করার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। অভিযান চালিয়ে দেওনার এলাকা থেকে দুই মহিলাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে এক দিনের সদ্যোজাতকে।

Advertisement

শিশু বিক্রির ছক কষেছেন দুই মহিলা— গোপন সূত্রে এই খবর পায় মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ। সেই মতো বৃহস্পতিবার চেম্বুরে দাদাসাহেব গায়কোয়াড় নগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।

সেখানে পুলিশকর্মীরা দেখেন যে, সদ্যোজাতকে কোলে নিয়ে যাচ্ছেন এক মহিলা। তার পরই ওই মহিলার পথ আটকায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের কাছে ওই মহিলা দাবি করেন যে, শিশুটি তাঁর। পরে জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন ওই মহিলা। তিনি জানান যে, শিশুটিকে বিক্রির জন্য তাঁকে দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও এক মহিলাকে পাকড়াও করা হয়েছে।

Advertisement

অভিযুক্ত দুই মহিলার বিরুদ্ধে দেওনার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাঁরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, গত দু’মাসে ছ’টি শিশুকে অপহরণ করে বিক্রি করেছেন অভিযুক্তরা। এই চক্রে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement