Ola

Ola electric scooters: দুর্ঘটনা রুখতে প্রায় ১৪০০ ব্যাটারি চালিত স্কুটার ফিরিয়ে নেবে ওলা

ওলা সংস্থার পরিষেবা কর্মীরা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি থেকে শুরু করে সব রকম সুরক্ষা জনিত ব্যাপার লক্ষ করবে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৬:৩৮
Share:

২৬ মার্চ পুণেয় যে দুর্ঘটনা ঘটেছিল, তার প্রাথমিক তদন্ত চালাচ্ছে সংস্থা। এমনকি, যে স্কুটারগুলি তুলে নেওয়া হচ্ছে, সেগুলিরও পরীক্ষা করা হবে। ফাইল চিত্র

কোনও যান্ত্রিক গোলযোগ রয়েছে কি না দেখার জন্য ওলা সংস্থা মোট এক হাজার ৪৪১টি ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নেবে বলে জানিয়েছে। ইলেকট্রিক স্কুটারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আগুন লেগে যাচ্ছিল, এ রকম ঘটনা যাতে পরবর্তীকালে না ঘটে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৬ মার্চ পুণেয় যে দুর্ঘটনা ঘটেছিল, তার প্রাথমিক তদন্ত চালাচ্ছে সংস্থা। এমনকি, যে স্কুটারগুলি তুলে নেওয়া হচ্ছে, সেগুলিরও পরীক্ষা করা হবে।

Advertisement

ওলা সংস্থার পরিষেবা কর্মীরা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি থেকে শুরু করে সব রকম সুরক্ষাজনিত ব্যাপার লক্ষ করবে বলে জানা গিয়েছে।

ওলা ছাড়াও অন্যান্য সংস্থাও পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আরও ৫০০০ ব্যাটারি চালিত যানের পরীক্ষা করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement