Russia

Russia-Ukraine war: গুলি লাগল গায়ে, তবু অক্ষত ইউক্রেনীয় সেনা! রহস্য জানালেন নিজেই

দু’পক্ষের গুলি বিনিময়ের সময় একটি বুলেট তাঁর গায়ে এসে লাগে। কিন্তু শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৩:৩৪
Share:

এ কি কোনও অলৌকিক কাণ্ড?  হতভম্ব হয়ে যেন সেনা নিজেই। ছবি: ইউটিউব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আশ্চর্যজনক ভাবে প্রাণে বাঁচলেন এক ইউক্রেনীয় সেনা। দু’পক্ষের গুলি বিনিময়ের সময় একটি ৭.৬২ মিমি আকারের বুলেট তাঁর গায়ে এসে লাগে। কিন্তু শরীরের কোথাও গুলির চিহ্ন নেই। এ কি কোনও অলৌকিক কাণ্ড? হতভম্ব হয়ে যেন সেনা নিজেই।

ভাল করে লক্ষ করার পর সেই সেনা দেখতে পান, তাঁর ‘স্মার্টফোন’-এ গুলিটি আটকে রয়েছে। শেষমেশ মোবাইল ফোনই প্রাণ বাঁচাল তাঁর। সেই সেনা তাঁর অভিজ্ঞতা একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন। প্রায় ৩০ হাজার মানুষ নেটমাধ্যমে এই ভিডিয়োটি দেখেছেন।

Advertisement

অনেকে বলেছেন, ‘স্মার্টফোন’-ই শেষে বুলেটপ্রুফ জ্যাকেটের কাজ করল। না হলে তাঁর মৃত্যু অবশ্যম্ভাবী ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement