নিয়মবিধি অনুসারে, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের অতি অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। ফাইল চিত্র
এক দিকে দেশের বেশ কিছু রাজ্যে বেড়ে চলছে কোভিড সংক্রমণ, অন্য দিকে স্কুল-কলেজ খোলার অনুমতি দিয়েছে বহু রাজ্য সরকার। স্কুল পড়ুয়াদের কোভিডের হাত থেকে বাঁচাতে উত্তরপ্রদেশে সরকার কোভিড নিয়মবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে।
নিয়মবিধি অনুসারে, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের অতি অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। স্কুলের প্রবেশদ্বারে হাত ধোয়ার এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা হবে। নয়ডা, গাজিয়াবাদ, বাঘপত, মেরঠ, লখনউ, হাপুর এবং বুলন্দশহর এলাকায় বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে।
এমনকি দিল্লিতেও একই ধরনের কোভিড বিধি চালু করা হয়েছে। স্কুলে ঢোকার আগে সকলের শরীরের তাপমাত্রা মাপা হবে। স্কুলের বিভিন্ন প্রান্তে স্যানিটাইজার রাখার ব্যবস্থাও করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশ জুড়ে কোভিড স্ফীতির বিষয়ে আলোচনা করেছেন।