Sikkim Landlside

চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তায় ধস, সড়কপথে বিচ্ছিন্ন হয়ে গেল উত্তর সিকিম

মঙ্গলবার সকালে চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তায় মুনশেতাং এলাকায় ধস নামে। পাহাড়ের উপর থেকে নেমে আসে পাথর এবং মাটি। অবরুদ্ধ হয়ে যায় গোটা রাস্তাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৬:০৯
Share:

উত্তর সিকিম যাওয়ার রাস্তায় ধস। মঙ্গলবার সকালে। —নিজস্ব চিত্র।

উত্তর সিকিমে ফের ধস। মঙ্গলবার সকালে চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তায় মুনশেতাং এলাকায় ধস নামে। পাহাড়ের উপর থেকে নেমে আসে পাথর এবং মাটি। অবরুদ্ধ হয়ে যায় গোটা রাস্তাই।

Advertisement

এই ধস নামার কারণে গোটা উত্তর সিকিম বাকি রাজ্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে সরকারি ভাবে উত্তর সিকিমে পর্যটকদের যেতে দেওয়া হয় না। তবে পূর্ব সিকিম হয়ে উত্তর সিকিমের কিছু দ্রষ্টব্য স্থানে যেতেন পর্যটকেরা। তবে এই পথ ছিল যেমন দুর্গম, তেমনই ব্যয়সাপেক্ষ।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছিল, বহু দিন পরে চলতি বছরের শেষে ফের উত্তর সিকিমে যাওয়ার রাস্তা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে নতুন করে ধস নামায় সেই সম্ভাবনা কার্যত রইল না বলেই মনে করা হচ্ছে। ধসের ব্যাপকতা দেখে অনেকেরই অনুমান ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে। তা ছাড়া ধস নামার অংশটি নতুন করে সংবেদনশীল বা ধসপ্রবণ হয়ে পড়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement