ছবি: প্রতিনিধিত্বমূলক।
পড়ুয়াদের শৃঙ্খলার পাঠ দিতে শিক্ষিকা চুল কেটে দিয়েছিলেন বলে অভিযোগ। এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান অভিভাবকেরা। পুলিশ জানিয়েছে, তার জেরে শিক্ষিকাকে বহিষ্কার করলেন স্কুল কর্তৃপক্ষ। নয়ডার একটি বেসরকারি স্কুলের ঘটনা।
বুধবার নয়ডার সেক্টর ১৬৮-তে একটি স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসে। তার পরেই বৃহস্পতিবার প্রতিবাদে সামিল হন অভিভাবকেরা। নয়ডার অতিরিক্ত ডিসিপি শক্তি মোহন অবস্তি বলেন, ‘‘স্থানীয় এক্সপ্রেসওয়ে থানার পুলিশ খবর পেয়ে শান্তি ইন্টারন্যাশনাল স্কুলে পৌঁছয়। স্কুল কর্তৃপক্ষ এবং ১২ জন পড়ুয়ার অভিভাবক বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার পরেই স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।’’
কেন পড়ুয়াদের চুল কেটে দিয়েছিলেন ওই শিক্ষিকা? জবাবে পুলিশ আধিকারিক অবস্তি বলেন, ‘‘স্কুলের শৃঙ্খলারক্ষা বিভাগের ইন-চার্জ ছিলেন ওই শিক্ষিকা। বেশ কয়েক দিন ধরে পড়ুয়াদের চুল কেটে আসতে বলছিলেন তিনি। কিন্তু লাভ হয়নি। তাই তিনি শৃঙ্খলার পাঠ দেওয়ার জন্য নিজেই পড়ুয়াদের চুল কাটিয়ে দেন।’’