এর আগে এক টুইট বার্তায় সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করেন অরিন্দম। তিনি পড়ুয়াদের আশ্বস্ত করে লেখেন, ‘বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাস ওই পড়ুয়াদের ফিরিয়ে আনার নিরাপদ করিডোর তৈরি দেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেনকে চাপ দিচ্ছে।’
অরিন্দম বাগচী ফাইল ছবি
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে সমস্ত ভারতীয়কে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। শনিবার তিনি বলেন, ‘‘আমাদের এখন লক্ষ্য, সুমি থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়া।’’
এর আগে এক টুইট বার্তায় সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করেন অরিন্দম। তিনি পড়ুয়াদের আশ্বস্ত করে লেখেন, ‘বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাস ওই পড়ুয়াদের ফিরিয়ে আনার নিরাপদ করিডোর তৈরি দেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেনকে চাপ দিচ্ছে।’
শনিবার এক সাক্ষাৎকারে অরিন্দম বলেন, ‘‘খারকিভে আর কোনও ভারতীয় আটকে নেই। এখন আমাদের নজর সুমির উপর। কিন্তু সেখানে বড় চ্যালেঞ্জ হল চলমান যুদ্ধ এবং যানবাহনের অভাব। আটকদের ফিরিয়ে আনতে গেলে সব চেয়ে ভাল বিকল্প হল যুদ্ধ বিরতি।’’
অরিন্দম বলেন, ‘‘গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫টি বিমানে ভারতীয়রা দেশে ফিরেছে। সব মিলিয়ে প্রায় ২,৯০০ জন দেশে ফিরেছেন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এখনও পর্যন্ত প্রায় ১৩,৩০০ জন ভারতীয় দেশে ফিরেছেন। আগামী ২৪ ঘণ্টায় আরও ১৩টি বিমান রওনা হবে।’’ পিসোচিন থেকে ২৯৮ জন পড়ুয়াকে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।