Today’s Sports Events

ডার্বির পর মোহনবাগান, ইস্টবেঙ্গলের খবর, রাতে রিয়াল-বার্সা ম্যাচ, আর কী কী

আইএসএলের দ্বিতীয় পর্বের কলকাতা ডার্বি শেষ। ম্যাচের পর দুই শিবিরের সব খবর। আজ রাতে আবার বড় ম্যাচ। মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুরু অস্ট্রেলিয়ান ওপেন। থাকছে স্প্যানিশ লিগের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৬:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলের দ্বিতীয় পর্বের কলকাতা ডার্বি শেষ। শনিবার গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ম্যাচের পর দুই শিবিরের সব খবর। ডার্বি শেষ হলেও আজ রাতে আবার বড় ম্যাচ। সুপারকোপার ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আজ শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস অস্ট্রেলিয়ান ওপেন। থাকছে স্প্যানিশ লিগের ম্যাচ।

Advertisement

ডার্বি শেষ, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সব খবর

আইএসএলের দ্বিতীয় পর্বের কলকাতা ডার্বি শেষ। শনিবার গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় এই ম্যাচ যুবভারতী থেকে সরে যায় গুয়াহাটিতে। ম্যাচের পর দুই শিবিরের খবর।

Advertisement

ডার্বি শেষ হলেও থাকছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা, লড়াই রিয়াল বনাম বার্সা

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ডার্বি শেষ হয়ে গেলেও কমবে না ফুটবলপ্রেমীদের উন্মাদনা। রবিবার রাতে আবার বড় ম্যাচ। এল ক্লাসিকো। মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সুপারকোপায় মুখোমুখি দুই দল। খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন

আজ শুরু অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে প্রথম দিন নামছেন মহিলাদের শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। প্রথম রাউন্ডে খেলতে হবে স্লোন স্টিফেন্সের সঙ্গে। পুরুষদের সিঙ্গলসে প্রথম দিন নামছেন দ্বিতীয় বাছাই আলেকাজান্ডার জেরেভ ও ষষ্ঠ বাছাই ক্যাসপার রুড। অস্ট্রেলিয়ান ওপেনের খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

বার্সা ম্যাচের আগেই লা লিগায় শীর্ষ স্থান হারাবে রিয়াল মাদ্রিদ?

স্প্যানিশ লিগে আজ জোড়া ম্যাচ। তার মধ্যে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা। তাদের সামনে ওসাসুনা। এই ম্যাচ অ্যাটলেটিকো জিতলে পয়েন্ট তালিকায় আবার শীর্ষে চলে আসবে। বড় ম্যাচের আগেই ধাক্কা খাবে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্টে থাকা রিয়াল নেমে যাবে দ্বিতীয় স্থানে। কারণ, জিতলে অ্যাটলেটিকোর ১৯ ম্যাচে পয়েন্ট হবে ৪৪। এই ম্যাচ রাত ৮:৪৫ থেকে। তার আগে রয়েছে লাস পামাস-গেটাফে ম্যাচ। খেলা সন্ধ্যা ৬:৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement