এক কাশ্মীরি ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওলিজার। বিয়ের পর থেকে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় থাকেন তিনি। ছবি- পিটিআই
ইউক্রেনে রুশ সমরাভিযান থামার নাম নেই। গত ন’দিনেই বদলে গিয়েছে গোটা দেশের চেহারা। রুশ সেনার অবিরাম ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিভ, খারকিভ-সহ একাধিক বড় শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারে-বহরে এগিয়ে থাকা রুশ সেনার বিরুদ্ধে এই অসম যুদ্ধে ইউক্রেনকে যে ভাবেই হোক, সাহায্য করুক ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই আবেদন করলেন কাশ্মীরবাসী ইউক্রেনীয় মহিলা ওলিজা।
এক কাশ্মীরি ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওলিজার। বিয়ের পর থেকেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় থাকেন তিনি। ইউক্রেনে থাকেন তাঁর পরিবার-পরিজন। ওলিজা বলছেন, ‘‘ভীষণ দুশ্চিন্তায় আছি। আমার গোটা পরিবার ওখানে। কী অবস্থায় ওঁরা আছেন, কিছুই বুঝতে পারছি না।’’
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ও ভারত সরকারের উদ্দেশে আবেদন জানান ওলিজা। তিনি বলেন, ‘‘যে ভাবেই হোক আপনারা ইউক্রেনকে সাহায্য করুন। ইউক্রেনের মানুষ শান্তিতে থাকতেই পছন্দ করেন।’’
তাঁর আরও সংযোজন, ‘‘গণতন্ত্র আর শান্তি প্রতিষ্ঠার জন্য আজ লড়ছে আমাদের দেশ। আমরা মন থেকে স্বাধীন। রাশিয়াকে আমাদের ঘরে ঢুকতে দেব না আমরা।’’
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ-পরিস্থিতির আবহে শুরু থেকেই ভারসাম্য রক্ষা করে চলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরোধিতা করে আনা প্রস্তাবের ভোটাভুটিতে ভারত অংশ না নিলেও সেনা অভিযানের বিরোধিতা করতে দেখা গিয়েছে ভারতীয় প্রতিনিধিদের। পাশাপাশি, ইউক্রেনকে ত্রাণ ও ওষুধপত্র দিয়ে সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।